ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলা দ্বিতীয়পত্র

সরওয়ার হোসেন
🕐 ৬:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
২. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) তিন ভাগে খ) সাত ভাগে
গ) ছয় ভাগে ঘ) পাঁচ ভাগে
৩. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে কী বলে?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ

৪. সন্দেহ কোন শ্রেণীর শব্দ?
ক) রূঢ়ি শব্দ খ) যৌগিক শব্দ
গ) দেশী শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
৫. বাংলা ভাষার শব্দসমূহকে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়?
ক) চার ভাগে খ) তিন ভাগে
গ) পাঁচ ভাগে ঘ) ছয় ভাগে
৬. রাজপুত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
ক) পুত্রের রাজা খ) রাজা যে পুত্র
গ) রাজার পুত্র ঘ) জাতিবিশেষ
৭. দৌহিত্র শব্দটি কোন জাতীয় শব্দ?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
৮. যোগরূঢ় শব্দ কোনটি?
ক) পাঞ্জাবি খ) মধুর
গ) বাঁশি ঘ) পঙ্কজ
৯. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) সাধিত শব্দ
১০. নিচের কোনটি রূঢ়ি শব্দ
ক) পঙ্কজ খ) প্রবীণ
গ) ডাহুক ঘ) গোলাপ
১১. গবেষণা একটি
ক. যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ
গ) যোগরূঢ় শব্দ ঘ) নবসৃষ্ট শব্দ
১২. নিচের কোন শব্দটি মৌলিকের উদাহরণ?
ক) গোলাপ খ) বাবুয়ানা
গ) প্রশাসন ঘ) গরমিল
১৩. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক) অন্য দেশ খ) সুস্বাদু খাবার
গ) সংবাদ ঘ) মিষ্টান্ন
১৪. ‘দৌহিত্র’ অর্থ কী?
ক) দুজন হিতাকাক্সক্ষী
খ) দেয়ালের লেখন
গ) কন্যার পুত্র ঘ) ছেলের পুত্র
১৫. কোনটি যোগরূঢ় শব্দ?
ক) হস্তী খ) গবেষণা
গ) কর্তব্য ঘ) পঙ্কজ
১৬. মহাযাত্রা কোন প্রকারের শব্দ?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
১৭. সাধিত শব্দগুলো সাধারণত
ক) সমাস সাধিত শব্দ
খ. উপসর্গ সাধিত শব্দ
গ. প্রত্যয় সাধিত শব্দ
ঘ) ওপরের সবগুলো
১৮. কোনটি যৌগিক শব্দের উদাহরণ?
ক) কর্তব্য খ) বাঁশি
গ) সন্দেশ ঘ) জলধি
১৯. গঠনগতভাবে শব্দ কয় প্রকার?
ক) চার প্রকার খ) তিন প্রকার
গ) পাঁচ প্রকার ঘ) দুই প্রকার
২০. কোনটি যোগরূঢ় শব্দ?
ক) কর্তব্য খ) তৈল
গ) সন্দেশ ঘ) জলধি
২১. কোনটি রূঢ়ি শব্দ?
ক) রাজপুত্র খ) কর্তব্য
গ) প্রবীণ ঘ) গোলাপ
২২. কোনটি যৌগিক শব্দ?
ক) তৈল খ) দৌহিত্র
গ) পাঞ্জাবি ঘ) মহাযাত্রা
২৩. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
ক) বাঁশি খ) দৌহিত্র
গ) মহাযাত্রা ঘ) প্রবীণ
২৪. কোনটি যোগরূঢ় শব্দ নয়?
ক) মহাযাত্রা খ) পঙ্কজ
গ) রাজপুত ঘ) মানব।

সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড উল্লাহ কলেজ, ঢাকা।

উত্তর: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১.গ ২২.খ ২৩.গ ২৪. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper