ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ৬:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১। কবি আলাওলের জন্মস্থান কোথায়?
ক. ফরিদপুরে
খ. বার্মায়
গ. চট্টগ্রামে
ঘ. খুলনায়
২। বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
৩। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
ক. রাজা রামমোহন
খ. ব্রাসি হেলহেড
গ. অক্ষয় কুমার দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪। ‘উপরোধ’ শব্দের অর্থ কী?
ক. প্রতিরোধ খ. উপস্থাপন
গ. অনুরোধ ঘ. উপযোগী
৫। কোন উপন্যাসের জন্য শওকত ওসমান আদমজী পুরস্কার পান?
ক. জননী খ. মৃত্যুক্ষুধা
গ. বনী আদম
ঘ. ক্রীতদাসের হাসি
৬। চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
ক. চীন খ. বার্মা
গ. নেপাল
ঘ. ভারত
৭। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক. ঢাকার
খ. মিথিলার
গ. নবদ্বীপের
ঘ. বর্ধমানের
৮। বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. দিকদর্শন
খ. বঙ্গদর্শন
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
৯। গ্রিক শব্দ কোনটি?
ক. তুফান খ. লুঙ্গি
গ. কুসন ঘ. দাম
১০। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
ক. উনিশ খ. কুড়ি
গ. একুশ ঘ. বাইশ
১১। বাংলা মৌলিক নাটক শুরু হয় কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনারায়ণ তর্করত্ন
১২। ‘এ মাটি সোনার বাড়া’ এই উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. বিধেয় বিশেষণ
খ. উপাদানবাচক বিশেষণ
গ. রূপবাচক বিশেষণ
ঘ. বিশেষণের অতিশায়ন
১৩। ‘বনফুল’ কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. মোহিতলাল মজুমদার
ঘ. যতীন্দ্রমোহন বাগচী
১৪। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক. সন্ধি খ. প্রত্যয়
গ. উপসর্গ
ঘ. কোনটাই না
১৫। ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
ক. মৃত্যুক্ষুধা
খ. সূর্যদীঘল বাড়ি
গ. সারেং বউ
ঘ. হাজার বছর ধরে
১৬। উপসর্গ কোনটি?
ক. অতি খ. থেকে
গ. চেয়ে ঘ. দ্বারা
১৭। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
১৮। ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতি
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. ফকীর গরীবুল্লাহ
১৯। বাংলা ছন্দ কত রকমের?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
২০। কোন বানানটি শুদ্ধ?
ক. দ্বন্দ খ. দন্দ
গ. দ্বন্দ্ব ঘ. দন্ধ।

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper