ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

হসুধীর বরণ মাঝি
🕐 ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

নবম-দশম

১। কম্পিউটারে লেখার জন্য পরিবর্ধন ও লেখার আকার পরিবর্তনের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক) এমএস ওয়ার্ড
খ) ওয়ার্ড প্রসেসর
গ) ফটোশপ ঘ) ইলাস্ট্রেটর

২। স্কুল-কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন?

ক) এম এস ওয়ার্ড
খ) এম এস এক্সেস
গ) এম এস এক্সেল
ঘ) এম এস পাওয়ার পয়েন্ট

৩। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়?
ক) ই-মেইল খ) স্কাইপি
গ) ই-কমার্স ঘ) সার্চ-ইঞ্জিন

৪। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়?
ক) তাদের নিজস্ব ওয়েবসাইটে
খ) সংবাদপত্রে গ) ফেসবুকে
ঘ) ইউটিউবে

৫। ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক) রেডিও
খ) ইন্টারনেট
গ) টেলিভিশন
ঘ) টেলিগ্রাফ

৬। নির্দিষ্ট অবস্থানে থেকে বিভিন্ন অবস্থানের ব্যক্তির সঙ্গে একত্রে দেখা ও কথা বলার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) অডিও কনফারেন্স
খ) ভিডিও কনফারেন্স
গ) মোবাইল কনফারেন্স
ঘ) সাধারণ কনফারেন্স

৭। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?
ক) ই-লার্নিং
খ) সামাজিক যোগাযোগ
গ) আইউটসোর্সিং
ঘ) মোবাইল কমিউনিকেশন

৮। বর্তমান বিশ্বে কী দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?
ক) রেডিও খ) সংবাদপত্র
গ) টেলিভিশন
ঘ) কম্পিউটারে

৯। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কীভাবে?
ক) রোবট দ্বারা খ) কম্পিউটারে
গ) কার্ডরিডারে ঘ) ক্যালকুলেটরে

১০। ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ করতে কি প্রয়োজন?
ক) সুপার কম্পিউটার
খ) ই-ক্লাসরুম
গ) ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা
ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার

১১। অফিস-আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কী ব্যবহৃত হচ্ছে?
ক) সুপার কম্পিউটার
খ) টাইপরাইটার
গ) ক্যালকুলেটর
ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১২। তথ্যপ্রযুক্তির অসুবিধা কোনটি?
ক) শক্তিশালী লোক প্রয়োজন
খ) কম বয়সের লোক প্রয়োজন
গ) দক্ষতাসম্পন্ন লোক প্রয়োজন
ঘ) অদক্ষ লোক প্রয়োজন

১৩। আইসিটি প্রয়োগের ফলে
i) কর্মদক্ষতার বৃদ্ধি হচ্ছে
ii) বাজার সম্প্রসারণ হচ্ছে
iii) আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৪। ব্যবসা-বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের-
র) সেবার মান উন্নত হচ্ছে
রর) জবাবদিহিতা কমেছে
ররর) স্বচ্ছতা বেড়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৫। কত সালে ফেসবুক চালু হয়?
ক) ২০০১ খ) ২০০৩
গ) ২০০৪ ঘ)২০০৫

শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর।

উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২.গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper