ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

রসায়ন

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে?
উত্তর : ১১৮টি

প্রশ্ন : পর্যায় সারণিতে মৌলসমূহকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে?
উত্তর : মৌলসমূহের ধর্মের ভিত্তিতে

প্রশ্ন : মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
উত্তর : ৬৭টি

প্রশ্ন : সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৪৭

প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
উত্তর : ৮৪টি

প্রশ্ন : পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে

প্রশ্ন : পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন?
উত্তর : ১০০ বছর

প্রশ্ন : অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
উত্তর : ৩নং গ্রুপ

প্রশ্ন : মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : রাশিয়া

প্রশ্ন : পর্যায় সারণির মৌলসমূহের বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : অষ্টাদশ

প্রশ্ন : ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ৩৩

প্রশ্ন : ল্যাভয়শিয়ে মৌলসমূহকে সর্বপ্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : ১৭৮৯ সালে

প্রশ্ন : পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে?
উত্তর : ১৮টি

প্রশ্ন : পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
উত্তর : ৩২টি

প্রশ্ন : ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ১৫টি

প্রশ্ন : অ্যাকটিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
উত্তর : ১১টি

প্রশ্ন : পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
উত্তর : ৬টি

প্রশ্ন : অষ্টক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : জন নিউল্যান্ড

প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে

প্রশ্ন : কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন?
উত্তর : হেনরি মোসলে

প্রশ্ন : কোন দেশের বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন?
উত্তর : জার্মান

প্রশ্ন : ‘ডোবেরাইনারের ত্রয়ী’ হিসেবে প্রথম ত্রয়ীর মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তর : ১

প্রশ্ন : জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
উত্তর : ১৮২৯ সালে

প্রশ্ন : অষ্টক সূত্রটি লিখ।
উত্তর : মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে কোনো মৌল হতে অষ্টম মৌলে আবার সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।

প্রশ্ন : সোনার পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৭৯

প্রশ্ন : পর্যায় সারণিতে আর্গন-পটাশিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটি আবিষ্কারের ফলে?
উত্তর : পারমাণবিক সংখ্যা

প্রশ্ন : ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
উত্তর : তৃতীয় পর্যায়ে

প্রশ্ন : মৃৎক্ষার ধাতুগুলো কতটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে?
উত্তর : ২টি

প্রশ্ন : ত্রয়ী সূত্রটি লিখ।
উত্তর : রাসায়নিকভাবে সদৃশ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। এ মৌল তিনটিকে ত্রয়ী বলে। এটিই ত্রয়ী সূত্র নামে পরিচিত।

প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্রটি লিখ।
উত্তর : মৌলিক পদার্থ এবং তাদের থেকে সৃষ্ট যৌগিক পদার্থসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

সাবেক শিক্ষক
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper