ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক
🕐 ৪:০৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. মাচু পিচু কোথায়?
ক) বেলজিয়াম
খ) কোরিয়া
গ) জাপান
ঘ) পেরু
২. জাপানের পার্লামেন্টের নাম কি?
ক) ডায়েট
খ) কংগ্রেস
গ) জাতীয় সভা
ঘ) ইয়েন
৩. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
(ক) গারো (খ) সাঁওতাল
(গ) খাসিয়া (ঘ) মারমা
৪. বাংলাদেশের বৃহত্তম হাওর-
(ক) পাথরচাওলি
(খ) হাইল
(গ) চলনবিল
(ঘ) হাকালুকি
৫. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
(ক) নিহাররঞ্জন রায়
(খ) আর সি মজুমদার
(গ) অধ্যাপক আব্দুল করিম
(ঘ) অধ্যাপক সুনীতিকুমার সেন
৬. বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
(ক) ১৬ বছর (খ) ১৮ বছর
(গ) ২০ বছর (ঘ) ২১ বছর
৭. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
(ক) চা (খ) পাট ও পাটজাত দ্রব্য (গ) তৈরি পোশাক
(ঘ) চিংড়ি মাছ
৮. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
(ক) ঢাকায়
(খ) লাহোরে
(গ) করাচিতে
(ঘ) নারায়ণগঞ্জে
৯. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
(ক) চাঁদপুর
(খ) সিরাজগঞ্জ
(গ) গোয়ালন্দ
(ঘ) ভোলা
১০. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
(ক) ৩০ (খ) ৪০
(গ) ৪৫ (ঘ) ৫০
১১. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল তা নিম্নরূপ :
‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।’- এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
(ক) জেনারেল নিয়াজী
(খ) জেনারেল টিক্কা খান
(গ) জেনারেল ইয়াহিয়া খান
(ঘ) জেনারেল হামিদ খান
১২. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
(ক) ৩০ বছর
(খ) ২৫ বছর
(গ) ৩৫ বছর
(ঘ) ৪০ বছর
১৩. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল-
(ক) ইউরোপের হল্যান্ড থেকে
(খ) দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে (গ) আফ্রিকার মিশর থেকে (ঘ) এশিয়ার থাইল্যান্ড থেকে
১৪. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
(ক) সেন্টমার্টিন
(খ) লালপুর
(গ) হিলি
(ঘ) লালমোহন
১৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
(ক) ১৯৮৮ (খ) ১৯৯৯
(গ) ২০০০ (ঘ) ২০০১
১৬. নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
(ক) ফা-হিয়েন
(খ) ইবনে বতুতা
(গ) মার্কো পোলো
(ঘ) হিউয়েন সাং
১৭. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়?
ক. নাইজেরিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. মিসর
ঘ. ইন্দোনেশিয়া

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১-ঘ, ২-ক, ৩-খ, ৪-ঘ, ৫-ক, ৬-খ, ৭-গ, ৮-খ, ৯-গ, ১০-ঘ, ১১-গ, ১২-খ, ১৩-ক, ১৪-ক, ১৫-খ, ১৬-খ, ১৭-খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper