ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অষ্টম শ্রেণি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

বিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ৪:৩৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

প্রশ্ন : শ্রেণিবিন্যাস কী?
উত্তর : বিশাল জীবজগৎকে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।

প্রশ্ন : মানুষের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর : Homo sapiens
প্রশ্ন : শ্রেণিবিন্যাসের জনক কে?
উত্তর : শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন : হাইড্রা কোন পর্বের প্রাণী?
উত্তর : নিডারিয়া (Cnidaria) পর্বের।
প্রশ্ন : সিলেন্টেরন কী?
উত্তর : নিডারিয়া পর্বেও প্রাণীদের দেহগহ্বরকে সিলেন্টেরন বলে।
প্রশ্ন : বহিঃপরজীবী কী?
উত্তর : যেসব পরজীবী পোষক দেহের বাইরে অবস্থান করে তাদের বহিঃপরজীবী বলে। যেমন-উকুন, জোঁক।
প্রশ্ন : অন্তঃপরজীবী কী?
উত্তর : যেসব পরজীবী পোষক দেহের ভেতরে অবস্থান করে তাদের অন্তঃপরজীবী বলে। যেমন- কৃমি।
প্রশ্ন : ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
উত্তর : প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
প্রশ্ন : নেমাটোডার পূর্ব নাম কী ছিল?
উত্তর : নেমাথেলমিনথিস।
প্রশ্ন : সিলোম কী?
উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
প্রশ্ন : ভ্রুণস্তর কী?
উত্তর : ভ্রুণের যেসব কোষীয় স্তর থেকে পরবর্তী সময়ে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রুণস্তর বলে।
প্রশ্ন : নেফ্রিডিয়া কী?
উত্তর : অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া।
প্রশ্ন : প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর : আর্থ্রোপোডা পর্ব।
প্রশ্ন : হিমোসিল কী?
উত্তর : আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।
প্রশ্ন : প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর : মলাস্কা পর্ব।
প্রশ্ন : নটোকর্ড কী?
উত্তর : নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ।
প্রশ্ন : পাখি উড়তে পারে কেন?
উত্তর : পাখির দেহ পালক দ্বারা আবৃত। অস্থি হালকা, ফাঁপা ও বায়ুপূর্ণ আর ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকায় পাখি উড়তে পারে।
প্রশ্ন : পেস্ট কী?
উত্তর : ক্ষতিকর পোকাদের পেস্ট বলে।
প্রশ্ন : উভচর প্রাণী কী?
উত্তর : মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।
প্রশ্ন : ভার্টিব্রাটা কেন উন্নত প্রাণী?
উত্তর : ভার্টিব্রাটা উন্নত প্রাণী। এদের নটোকর্ড শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়।

সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper