ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভুগোল ও পরিবেশ

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

নবম-দশম

মোস্তাফিজুর রহমান
🕐 ৬:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

১। মানচিত্র কার জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ?
ক) ব্যবসায়ী খ) জীববিজ্ঞানী
গ) ভূগোলবিদ ঘ) ইতিহাসবিদ

২। কোনটির সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?

ক) কম্পাস খ) মানচিত্র
গ) স্কেল ঘ) গ্লোব

৩। মানচিত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Map খ) Mep
গ) Mip ঘ) Mup

৪। Mappa শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) বাংলা
গ) স্প্যানিশ ঘ) ল্যাটিন

৫। ল্যাটিন ভাষায় Mappa কাকে বলে?
ক) কাগজের টুকরাকে
খ) পলিথিনের টুকরাকে
গ) কাপড়ের টুকরাকে
ঘ) পাতার টুকরাকে

৬। কোন শ্রেণিপেশার লোকদের জন্য মানচিত্র বেশি প্রয়োজনীয়?
i. পর্যটক ii. প্রশাসক iii. পরিকল্পনাবিদ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, iii
ঘ) i, ii, iii

৭। আগেকার দিনে মানচিত্র আঁকা হতো কিসের ওপর?
ক) ভূমির খ) কাপড়ের
গ) কাগজের ঘ) দেয়ালের

৮। মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক) তিনটি খ) চারটি
গ) পাঁচটি ঘ) সাতটি

৯। কত বছর আগে প্রথম মানচিত্র তৈরি করা হয়?
ক) প্রায় দুই হাজার বছর
খ) প্রায় তিন হাজার বছর
গ) প্রায় চার হাজার বছর
ঘ) প্রায় ছয় হাজার বছর

১০। বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য কী ধরনের একক ব্যবহার করা হয়?
ক) স্বতন্ত্র খ) মৌলিক
গ) রৈখিক
ঘ) আন্তর্জাতিক

১১। মানচিত্রগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ খ) চার
গ) তিন ঘ) দুই

১২। স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার?
ক) চার খ) পাঁচ
গ) দুই ঘ) তিন

১৩। ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
ক) ইংরেজি খ) ফ্রেঞ্চ
গ) ল্যাটিন ঘ) স্প্যানিশ

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
সমন যে গ্রামে বাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল।

১৪। সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
ক) এটলাস খ) প্রাকৃতিক
গ) সাংস্কৃতিক ঘ) ক্যাডাস্ট্রাল

১৫। সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
ক) নীল খ) সাদা
গ) সবুজ ঘ) বাদামি

১৬। আমাদের দেশে জমি মাপের জন্য যে মৌজা মানচিত্রগুলো দেখা যায় এগুলো কী ধরনের মানচিত্র?
ক) ক্যাডাস্ট্রাল
খ) ভূচিত্রাবলি
গ) ভূসংস্থানিক
ঘ) এটলাস

১৭। টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক) ক্যাডাস্ট্রাল
খ) ভূচিত্রাবলি
গ) ভূসংস্থানিক
ঘ) এটলাস

১৮। দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?
ক) শ্রেণিকক্ষের জন্য
খ) মাঠের জন্য
গ) পর্বতের জন্য
ঘ) জলবায়ুর জন্য

সাবেক শিক্ষক
ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.খ ১০.ক ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper