ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরামর্শ

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

১. বিশ্ব অটিজম সচেতনতা পালিত হয়-
ক. ১২ অক্টোবর
খ. ২ এপ্রিল
গ. ১ অক্টোবর
ঘ. ১ ডিসেম্বর

২. আলবেনিয়ার রাজধানীর নাম কী?
ক. রিকজাভিক খ. ইয়েরেভান
গ. তিরানা ঘ. আলবেনিয়ান
৩. নিকারাগুয়ার মুদ্রার নাম কী?
ক. ম্যানগুয়া খ. কর্ডোবা
গ. ডলার ঘ. পেসো
৪. মায়ানমার কবে স্বাধীনতা লাভ করে?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৩৯ সালে
৫. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
ক. ব্লুলাইন খ. গ্রিন লাইন
গ. সনোরা লাইন ঘ. পারপল লাইন
৬. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
ক. ৮ সেপ্টেম্বর
খ. ৫ সেপ্টেম্বর
গ. ৮ অক্টোবর
ঘ. ৯ অক্টোবর
৭. ডোভার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
ক. তাইওয়ান-চীন
খ. আরব-ইরান
গ. কোরিয়া-জাপান
ঘ. ফ্রান্স-ব্রিটেন
৮. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া
গ. সৌদি আরব ঘ. স্পেন
৯. ইরান প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করে?
ক. ২০ আগস্ট ২০১০
খ. ২১ আগস্ট ২০১০
গ. ২২ আগস্ট ২০১০
ঘ. ২৯ আগস্ট ২০১০
১০. ‘এডেন’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইয়েমেন
খ. মিসর
গ. জর্ডান
ঘ. পর্তুগাল
১১. ‘মাদাগাস্কার’ দ্বীপটি কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. জাপানে
গ. ভারত মহাসাগরে
ঘ. ডেনমার্কে
১২. নাইজেরিয়ার জাতীয় প্রতীক কোনটি?
ক. শাপলা খ.সিংহ
গ. ময়ুর ঘ. ঈগল
১৩. ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
ক) হিন্দু খ) জাপানি
গ) বার্মিজ ঘ) পর্তুগিজ
১৪. প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়-
ক. ১২ অক্টোবর
খ. ১৬ অক্টোবর
গ. ১ অক্টোবর
ঘ. ১ ডিসেম্বর
১৫. ‘পিসার হেলেনা মিনার’ কোথায় অবস্থিত?
ক. চীনে
খ. তুরস্কে
গ. ইতালিতে
ঘ. জাপানে
১৬. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
ক. দিলি খ. চিলি
গ. বুজুমবুরা
ঘ. হাইতি
১৭. বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কখন?
ক. ১৯২৫ খ. ১৯৩০
গ. ১৯২৪ ঘ. ১৯২৮
১৮. জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
ক. চীন
খ. জাপান
গ. ভারত
ঘ. আফগানিস্তান
১৯. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া
গ. সৌদি আরব ঘ. কাতার
২০. ভারতের লোকসভার আসন সংখ্যা কত?
ক. ৫৪৩ খ. ৬৪৩
গ. ৪৫৩ ঘ. ৪৪৩

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. খ, ২. গ, ৩.খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper