ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রস্তুতি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

এইচএসসি পরীক্ষা-২০১৯

মামুন মোল্যা
🕐 ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র
১। কোম্পানির পরিচালক কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?
ক) গণতান্ত্রিক খ) কর্মকেন্দ্রিক
গ) আনুষ্ঠানিক ঘ) অনানুষ্ঠানিক

২। ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায়?
ক) নির্দেশনার ঐক্য
খ) শৃঙ্খলা গ) আদেশের ঐক্য
ঘ) বিকেন্দ্রীকরণ
৩। দ্বি-উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি প্রেষণার রক্ষণাবেক্ষণমূলক উপাদান?
ক) দায়িত্ব খ) পদমর্যাদা
গ) অগ্রগতি ঘ) স্বীকৃতি
৫। কাজের ছন্দপতন রোধ করতে পারে কোনটি?
ক) সমন্বয় সাধন খ) প্রেষণা
গ) কর্মীসংস্থান ঘ) নিয়ন্ত্রণ
৫। ব্যবস্থাপনার কোন পর্যায়ে সমন্বয়ের কাজ হয়?
i. মধ্যম ii. নিম্ন iii. উচ্চ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সাকিব একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ গত ছয় বছর ধরে একই পদ্ধতিতে প্রতিষ্ঠানে জনশক্তি নিয়োগ করে আসছে।
৬। উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে?
ক) স্থায়ী খ) লক্ষ্য
গ) দীর্ঘমেয়াদি
ঘ) একার্থক
৭। ওপরে উল্লিখিত পরিকল্পনার কারণে-
র. সময়ের সদ্ব্যবহার নিশ্চিত হবে
রর. ব্যয় বৃদ্ধি পাবে
ররর. গতিশীলতা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। ‘পার্থক্যমূলক ঠিকা মজুরির হার’ প্রবর্তন করেন কে?
ক) এলটন মেয়ো খ) হেনরি ফেয়ল
গ) রবার্ট ওয়েন
ঘ) এফ ডাব্লিউ টেলর
৯। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
ক) আদর্শমান নির্ধারণ
খ) সমস্যা চিহ্নিতকরণ
গ) ভবিষ্যৎ মূল্যায়ন
ঘ) তথ্য ও উপাত্ত সংগ্রহ
১০। নিচের কোন সংগঠন কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম?
ক) সরলরৈখিক
খ) কার্যভিত্তিক
গ) কমিটি
ঘ) মেট্রিকস
১১। নিচের কোন সংগঠনে শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায়?
ক) কার্যভিত্তিক
খ) সরলরৈখিক ও উপদেষ্টা
গ) মেট্রিকস
ঘ) সরলরৈখিক
১২। সমন্বয়ের সঙ্গে সম্পৃক্ত হলো-
i. শৃঙ্খলা ii. যৌথ প্রচেষ্টা
iii. ঐক্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। নিচের কোনটি হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনা নীতির বহির্ভূত?
ক) একতা
খ) নিয়মানুবর্তিতা
গ) সততা ঘ) সাম্যতা
১৪। ইউটোপিয়া গ্রন্থ রচনা করেন কে?
ক) আল ফারাবি
খ) ইমাম গাজ্জালি
গ) থমাস মুর
ঘ) অ্যাডাম স্মিথ
১৫। কর্মীদের দক্ষতা উন্নয়ন কোন ব্যবস্থাপকীয় কাজ?
ক) পরিকল্পনা খ) নিয়ন্ত্রণ
গ) সংগঠন ঘ) কর্মীসংস্থান
১৬। প্রেষণা প্রক্রিয়া কোন স্তর থেকে শুরু হয়?
ক) অভাব খ) তাড়না
গ) লক্ষ্য ঘ) উদ্বিগ্নতা

মামুন মোল্যা
সহকারী অধ্যাপক, একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।

উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper