ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

সাইদুর রহমান
🕐 ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

উদ্দীপকটি পড়ার পর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
জামির মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদি এবং অন্যান্য সদস্যসহ একত্রে গ্রামে বসবাস করত। জহির লেখাপড়া শেষ করে বর্তমানে চাকরি করে। পরিবারের সিদ্ধান্তেই জহির বিয়ে করে। কিন্তু শহরে চাকরি করার ফলে সেখানেই তাকে নতুনভাবে পরিবার গঠন করতে হয়। বর্তমানে শহর এলাকায় জামিরের গঠিত এরূপ পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ক) পরিবার কী?

খ) জেন্ডার বলতে কী বোঝো?
গ) শহরে গঠিত জামিরের পরিবারের স্বরূপ বর্ণনা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত জামির আগে যে পরিবারে বসবাস করেছিল, সেটি সংকুচিত হওয়ার কারণগুলো বিশ্লেষণ করো।

উত্তর : খ) সমাজ আরোপিত নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে জেন্ডার বলা হয়।
জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়। সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক, সমাজ কর্তৃক আরোপিত নারী-পুরুষের ভূমিকা, যা পরিবর্তনীয়। অর্থাৎ নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার, যা স্থান-কালভেদে পরিবর্তিত হয়।
গ) শহরে গঠিত জামিরের পরিবার হলো অণু বা একক পরিবার। কেননা চাকরির সুবাদে জামিরকে শহরে নতুনভাবে পরিবার গঠন করতে হয়। যা অণু বা একক পরিবারের বৈশিষ্ট্য বহন করে।

পরিবারের ক্ষুদ্র ও সর্বাধুনিক রূপ হলো অণু বা একক পরিবার। এ ধরনের পরিবার হচ্ছে যেখানে একজন স্বামী ও একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান-সন্ততি থাকে। অনেকের মতে, অণু বা একক পরিবার বলতে শুধু স্বামী-স্ত্রী নিজ পরিবার ছেড়ে নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে বসবাস করে থাকে। এ ধরনের দম্পত্তিভিত্তিক পরিবারকেও অণু পরিবার বলা হয়। এ পরিবার সাধারণত শহর এলাকায় বেশি পরিলক্ষিত হয়।
সুতরাং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, শহরে গঠিত জহিরের পরিবার হলো অণু পরিবার।

প্রভাষক, সাতারকুল স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper