ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ১:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

১. বিশ্বকাপ ফুটবল শুরু হয় কবে?
ক) ১৯৩০ সালে
খ) ১৯৩১ সালে
গ) ১৯৩২ সালে
ঘ) ১৯৩৩ সালে

 

২. বিশ্বকাপ ফুটবল-এর ২১তম আসরে উদ্দীয়মান ফুটবলার হিসেবে পুরস্কার পান?
ক) এমবাপ্পে খ) উইলিয়ান
গ) হ্যারি কেইন ঘ) মদরিচ
৩. বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) একটিও না
৪. ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) লিও জিয়াওবো
খ) মারিও ভার্গাস
গ) পিটার ডায়মন্ড
ঘ) আকিরা সুজিকিহ
৫. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ
গ) সিলেট ঘ) কক্সবাজার
৬. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
ক. ওএইউ খ. আরব লীগ
গ. জিসিসি ঘ. ওএএম
৭. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
ক) জার্মানি খ) স্পেন
গ) ব্রাজিল ঘ) উরুগুয়ে
৮. বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) চট্টগ্রাম
গ) ফরিদপুর
ঘ) বরিশাল
৯. ‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ফ্রান্স
১০. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং খ. সিডনি
গ. টোকিও ঘ. মেলবোর্ন
১১. বাংলাদেশে রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
ক) নাটোর খ) নওগাঁ
গ) দিনাজপুর
ঘ) ঠাকুরগাঁও
১২. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?
ক. সুদান
খ. তিউনিসিয়া
গ. ইয়েমেন
ঘ. আফগানিস্তান
১৩. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?
ক) ৩২তম
খ) ৪০তম
গ) ৩৮তম
ঘ) ৪২তম
১৪. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
ক. চার্চিল খ. কিসিঞ্জার
গ. দ্য গল ঘ. রুজভেল্ট
১৫. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
ক) কুসুম্বা মসজিদ
খ) ষাট গম্বুজ মসজিদ
গ) আতিয়া জামে মসজিদ
ঘ) ছোট সোনা মসজিদ
১৬. লাল গ্রহ কাকে বলে?
ক) মঙ্গল গ্রহ খ) বুধ
গ) বৃহস্পতি গ্রহ
ঘ) শনি গ্রহ
১৭. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
ক) সম্রাট আকবর
খ) আবুল ফজল
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ড. মুহম্মাদ শহীদুল্লাহ
১৮. কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে?
ক) কানাডা খ) ফ্রান্স
গ) বেলজিয়াম
ঘ) নরওয়ে
১৯. আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত-
ক. ওয়াশিংটন খ. প্যারিস
গ. মস্কো ঘ. লন্ডন
২০. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে?
ক. ইরাক খ. ইরান
গ. তুরস্ক ঘ. সিরিয়া

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১ক, ২ক, ৩ক, ৪. ক, ৫খ, ৬গ, ৭ক, ৮গ, ৯ক, ১০খ, ১১গ, ১২ঘ, ১৩ক, ১৪ক, ১৫খ, ১৬ক, ১৭ক, ১৮ক, ১৯খ, ২০ক।

 

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper