ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশ ও আন্তর্জাতিক

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আবু সাঈদ
🕐 ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
(ক) বলেশ্বর (খ) হাড়িয়াভাঙ্গা
(গ) রূপসা (ঘ) ভৈরব
২. CNG বা Compressed Natural Gas এর অর্থ
ক. কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
গ. সীসামুক্ত পেট্রল
ঘ. চাপমুক্ত প্রাকৃতিক গ্যাস
৩. রোহিঙ্গা কোন দেশের ?
ক. সার্বিয়া খ. কসোভো
গ. মন্টেনিগো
ঘ. যুগোস্লাভিয়া
৪. কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেনি
ক. অস্ট্রেলিয়া খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা ঘ. ইংল্যান্ড
৫. ভেটো শব্দের অর্থ কি?
ক. আমি এটা জানি না
খ. আমি এটি সমর্থন করি
গ. আমি এটা মানি না
ঘ. আমি কোন মত দিব না
৬. ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৩৯ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯১৯ সালে
৭. ‘টিস্যু কালচার’ বলতে বুঝায়-
ক. কৃত্রিম উপায় মাতৃগর্ভের বাইরে নতুন কোষ উৎপাদনকে
খ. যৌন প্রজননের মাধ্যমে বংশবিস্তারকে
গ. বৃক্ষ প্রতিস্থাপনকে
ঘ. জীবের ভৌত পরিবর্তনকে
৮. যুক্তরাষ্ট্র ন্যাটো জোটবহির্ভূত প্রধান মিত্র হিসেবে সম্প্রতি কোন দেশকে ঘোষণা করে?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. জাপানকে
৯. ঝচঅজঝঙ প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বন ও পরিবেশ
খ. বিজ্ঞান ও প্রযুক্তি
গ. প্রতিরক্ষা
ঘ. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা
১০. সার্ক প্রতিষ্ঠিত হয় হবে?
ক. ১৯৭৩ সাল
খ. ১৯৮৫ সাল
গ. ১৯৮৩ সাল
ঘ. ১৯৭৪ সাল
১১. সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কী?
ক. আইন খ. ধর্ম
গ. প্রথা ঘ. আদালত
১২. ইতিহাসের জনক বলা হয়
ক. পলিবিয়াসকে
খ. হেরোডোটাসকে
গ. এডওয়ার্ড গিবনকে
ঘ. হোমারকে
১৩. প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয় করেন
ক. তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি
খ. গ্রেগরি ও নঈস
গ. ইভান্স ও লাওয়ি
ঘ. ব্যান্ড ও ওয়েস্টম্যাকট
১৪. প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয় হয়
ক. ১৯৫০ খ্রি.
খ. ১৯৫৩ খ্রি.
গ. ১৯৫১ খ্রি.
ঘ. ১৯৬৩ খ্রি.
১৫. জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস কোনটি?
ক. ২১ অক্টোবর
খ. ২৩ সেপ্টেম্বর
খ. ১০ জানুয়ারি
ঘ. ২৪ অক্টোবর
১৬. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়?
ক. নাইজেরিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. মিসর
ঘ. ইন্দোনেশিয়া
১৭. সাহিত্যে নোবেল বিজয়ী একমাত্র মুসলমান
ক. নাগীব মাহফুজ
খ. আহমেদ জিওয়াইন
গ. আনোয়ার সাদাত
ঘ. আবদুস সালাম
১৮. রবীন্দ নাথ ঠাকুর প্রথম বাংলাদেশে আসেন
ক. ১৯২৭ সালে
খ. ১৯৩২ সালে
গ. ১৯২৬ সালে
ঘ. ১৯২৮ সালে

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন

উত্তর : ১খ, ২ঘ, ৩ঘ, ৪খ, ৫গ, ৬ক, ৭ক, ৮খ, ৯গ, ১০খ, ১১খ, ১২খ, ১৩ক, ১৪খ, ৫ঘ, ১৬খ, ১৭ক, ১৮গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper