ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা ও যুক্তিবিদ্যা

আলিফ লায়লা
🕐 ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

ক-বিভাগ (গদ্য)
১. ‘কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনা রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকম বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেই জন্য তাড়া।’

ক) কনেকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
খ) মামাকে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন?
গ) উদ্দীপকের কন্যার বাপের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামার সাদৃশ্য আলোচনা করো।
ঘ) উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে উক্তিটির যথার্থতা বিচার করো।

২. আমি জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করেছি। কত রাত্রি অনুশোচনায় ঘুম হয় নাই। এখন ভুল বুঝতে পেরেছি। এখন সোজা এই বুঝেছি যে, আমি যা ভালো বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব, বলে বেড়াব। তাতে লোকে যতই নিন্দা করুক, আমি আমার কাছে ছোট হয়ে থাকব না। আত্মপ্রবঞ্চনা করে আর আত্ম নির্যাতন ভোগ করব না।
ক) কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
খ) ‘মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম’ ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের ভাবের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের মনোভাবের সাদৃশ্য তুলে ধরো।
ঘ) উদ্দীপকে আমার পথ প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে উক্তিটি বিশ্লেষণ করো।

যুক্তিবিদ্যা প্রথমপত্র
১. শিক্ষক তার এক ছাত্রকে বললেন, যদি পরীক্ষায় ভালো কর তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। ছাত্র তখন জবাব দেয়, আমি পরীক্ষায় ভালো করব। শিক্ষক তখন বললেন, দেখবে, সবাই তোমাকে ভালোবাসবে।
ক) অমিশ্র সহানুমান কাকে বলে?
খ) সহানুমানে মধ্যপদ কেন চার জায়গায় অবস্থান করতে পারে?
গ) শিক্ষক ও ছাত্রের কথায় কোন মিশ্র সহানুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ) উক্ত সহানুমানে কী কী কারণে অনুপত্তি হতে পারে? আলোচনা কর।

২. ফারুক সাহেব দর্শনের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের তিনি প্রতীকী যুক্তিবিদ্যা পড়ান। তিনি দেখালেন, কীভাবে একটি জটিল যুক্তি অতি অল্প সময়ে এবং নির্ভুলভাবে উপস্থাপন করা যায়। ছাত্রছাত্রীদের প্রাথমিক জ্ঞান যাচাইয়ের জন্য তিনি প্রাকল্পিক যুক্তিবাক্যের একটি সত্যসারণি তৈরি করতে বলেন।
ক) প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে?
খ) ‘যদি এবং কেবল যদি’ যুক্ত যৌগিক বচনকে কী বলে? ব্যাখ্যা কর।
গ) ফারুক সাহেবের দ্বিতীয় কাজটি তুমি করে দেখাও।
ঘ) প্রতীকী যুক্তিবিদ্যা প্রসঙ্গে ফারুক সাহেবের প্রথম কাজটির যথার্থতা মূল্যায়ন কর।

আলিফ লায়লা
সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper