ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সরওয়ার হোসেন
🕐 ৩:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

১। চেরনোবিল ভাইরাস কী নামে পরিচিত?
ক) ক্রিপার খ) ব্রেইন গ) সিআইএইচ ঘ) চুয়ান

২। কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে?
ক) অ্যাভাস্ট খ) নরটন গ) পান্ডা ঘ) ভাইরাস
৩। পাসওয়ার্ডের পর প্রায় সময় ঈধঢ়ঃপযধ লিখতে হয় কেন?
ক) আনন্দের জন্য খ) নিরাপত্তার জন্য
গ) লেখালেখির জন্য ঘ) খেলাধুলার জন্য
৪। বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক) হুকওয়ার্ম খ) লকওয়ার্ম
গ) মরিসওয়ার্ম ঘ) রুট
৫। কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?
ক) ট্রোজান হর্স খ) ডাটা বেইস
গ) নরটন ঘ) ফটোশপ
৬। সাইবার অপরাধের মাধ্যমে কী করা হয়?
ক) দুর্নীতি খ) বাণিজ্য গ) যুদ্ধ ঘ) প্রতারণা
৭। সবাই সবার সঙ্গে যুক্ত কীসের মাধ্যমে?
ক) মোবাইল খ) রাউটার
গ) নেটওয়ার্ক ঘ) মডেম
৮। প্রতিটি নেটওয়ার্কের অবশ্যই কোনটি থাকতে হবে?ক) হ্যাকার খ) নিরাপত্তাব্যবস্থা
গ) কম্পিউটার ঘ) মোবাইল ফোন
৯। যারা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত তাদের কী বলে?
ক) হকার খ) হ্যাকার গ) রাউটার ঘ) ফিল্টার
১০। পাসওয়ার্ড কী?
ক) এক ধরনের নিরাপত্তাব্যবস্থা
খ) নেটওয়ার্কের নাম গ) ই-মেইল পাসওয়ার্ড
ঘ) এনক্রিপটেড ফোল্ডার
১১। অন্যের গোপন পাসওয়ার্ড বের করে ফেলার জন্য কী তৈরি হয়েছে?
ক) মোবাইল খ) বিশেষ রোবট
গ) বিশেষ নাম্বার ঘ) বিশেষ প্রতিষ্ঠান
১২। বড় তথ্যভা-ারগুলোকে কী বলা হয়?
ক) ড্রপবক্স খ) নেটওয়ার্ক
গ) ডাটা সেন্টার ঘ) টপোলজি
১৩। প্রোগ্রাম কত প্রকার?
ক) ১ খ) ৩ গ) ২ ঘ) ৪
১৪। নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রাম?
ক) রেডিও খ) অপারেটিং সিস্টেম
গ) নেটওয়ার্ক ঘ) অপারেশন সিস্টেম
১৫। সফটওয়্যার কী?
ক) একটি হার্ডওয়্যার প্রগ্রাম খ) নেটওয়ার্ক
গ) একটি কম্পিউটার প্রোগ্রাম ঘ) টপোলজি
১৬। ওরাকল কী ধরনের সফটওয়্যার?
ক) মাল্টিমিডিয়া খ) ডাটা বেইস
গ) অফিস ঘ) গান শোনা
১৭। যেসব প্রগ্রাম কম্পিউটারের জন্য ক্ষতিকর সেসব প্রোগ্রাম দিয়ে তৈরি সফটওয়্যারকে কী বলে?
ক) ভাইরাস খ) ভালো সফটওয়্যার
গ) মেলিসিয়াস সফটওয়্যার ঘ) ইন্টারনেট
১৮। কোন ম্যালওয়্যারটি পুনরুৎপাদন হয়?
ক) কম্পিউটার ভাইরাস
খ) স্পাইওয়্যার গ) এডওয়্যার ঘ) নরটন

সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক।

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper