ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষা-২০১৯

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নো

বাংলা প্রথমপত্র

আবদুর রহমান
🕐 ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

খ-বিভাগ (পদ্য)
১। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
ক) ‘দেউল’ শব্দের অর্থ কী?
খ) ‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই’-ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকটি ‘সাম্যবাদী’ কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? নির্ণয় করো।
ঘ) উদ্দীপকটি ‘সাম্যবাদী’ কবিতার সামগ্রিক ভাব ধারণ করতে সক্ষম হয়নি- বিশ্লেষণ করো।

 

২। হাজার বছর পরে আবার এসেছি ফিরে

বাংলার বুকে আছি দাঁড়িয়ে,
এনেছি দুদিক থেকে বুকভরা ভালোবাসা
আবার দুহাত যেন বাড়িয়ে।
দেখেছি আকাশ নীল সাদা সাদা মেঘ
শিউলি গন্ধে দোলা হাওয়া আবেগ,
পুরনো দিনের চেনা সেই বন ছায়াপথ।
লুকোচুরি খেলে খেলে হারিয়ে।
ক) ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে?
খ) ভালোবাসা দিলে মা মরে যায় কেন?
গ) উদ্দীপকের প্রেক্ষাপটের সঙ্গে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সম্পর্ক কী? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতা উভয়ই দেশপ্রেমের এক অনবদ্য প্রকাশ- বিশ্লেষণ করো।

গ-বিভাগ (উপন্যাস)
১। ‘ক’ গ্রামে খাজা বাবার মাজার যেন গ্রামের কেন্দ্রবিন্দু। রোগ-শোক-দুর্যোগে সবাই এই মাজারে শিন্নি দেয়। তাদের বিশ্বাস মাজারের খাজাবাবা আর খাদেম আল্লার খাস-বান্দা। মাজারে শিন্নি দিলে আর দান করলে খাদেমের দোয়ায় বাবা খুশি হবেন আর তাদের উদ্দেশ্য হাসিল হবে।
ক) সৈয়দ ওয়ালীউল্লাহ কবে জন্মগ্রহণ করেন?
খ) গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের আলোকে ‘লালসালু’ উপন্যাসের মজিদের মাজার ব্যবসার স্বরূপ তুলে ধরো।
ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের মূল বক্তব্য কীভাবে ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
২। ধর্মভীরু ও স্বামীভক্ত নারী মোমেনা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তার কোলজুড়ে আসেনি কোনো সন্তান। তাই সন্তানের আকাক্সক্ষায় সে পোষ্য নেওয়ার কথা ভাবলেও তার স্বামী দ্বিতীয় বিয়ে করে।
এতে মোমেনা মনে কষ্ট পেলেও মুখে কিছু বলে না, নিয়তি হিসেবেই মেনে নেয়। কিন্তু সতীনের প্রতি স্বামীর রূঢ় আচরণ সে কিছুতেই মেনে নিতে পারে না।
ক) মজিদের প্রথম স্ত্রীর নাম কী?
খ) ‘যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে’- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের মোমেনার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের আলোকে ‘লালসালু’ উপন্যাসের নারী অবমাননার চিত্রগুলো বিশ্লেষণ করো।
নাটক : হাসান চৌধুরী একটি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী রাষ্ট্র্র্রের সঙ্গে নানা বিষয়ে যুদ্ধ লেগেই আছে। প্রতিবেশী রাষ্ট্র বার বার পরাজিত হয়ে ভিন্ন পথ বেছে নিল।
হাসান চৌধুরীকে মোটা অঙ্কের টাকা দিয়ে গোপন ষড়যন্ত্র করল তারা। নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হাসান চৌধুরী গোপন চুক্তি স্বাক্ষর করেন।
ক) ঘসেটি বেগমের রাজপ্রাসাদের নাম কী ছিল?
খ) ‘সবাই মিলে আমরা বাঙলাকে বিক্রি করে দিচ্ছি না তো’- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের হাসান চৌধুরীর সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মীরজাফর চরিত্র আলোচনা করো।
ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বিশ্লেষণ করো।

আবদুর রহমান
সহকারী অধ্যাপক, একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper