ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

১. আধুনিক গণতন্ত্রের জনক কে?
ক. জন লক
খ. ম্যাক্সওয়েবার
গ. ম্যাকিয়াভেলি
ঘ. কার্ল মার্কস

 

২. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. এফ এম মার্কস
খ. ম্যাক্সওয়েবার
গ. রবার্ট প্রেসথাস
ঘ. কার্ল মার্কস
৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০
ঘ. ১ জুলাই, ২০০০
৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ
গ. নিউইয়র্ক ঘ. প্যারিস
৫. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে খ. ইতালিতে
গ. তুরস্কে ঘ. স্পেনে
৬. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. ব্যাংকক খ. সিঙ্গাপুর
গ. টোকিও ঘ. ম্যানিলা
৭. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ক. জাপান খ. ইতালি
গ. জার্মানি ঘ. চীন
৮. সম্প্রতি কোথায় মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. জাপান
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. চীন
৯. ‘মিসর’ কোন মহাদেশের অন্তর্গত?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
১০. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
ক. ৪৮টি খ. ৫০টি
গ. ৫১টি ঘ. ৬০টি
১১. কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক
খ. মিসর
গ. জর্ডান
ঘ. কুয়েত
১২. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. ইউরোপ
ঘ. উত্তর আমেরিকা
১৩. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. ওশেনিয়া
খ. উত্তর আমেরিকা
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
১৪. উপসাগরীয় সহযোগিতা পরিষদের (এঈঈ) সদস্য সংখ্যা কত?
ক. ৬টি খ. ৭টি
গ. ৫টি ঘ. ৮টি
১৫. পিএলও কখন গঠিত হয়?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৭ সালে
১৬. সাদা হাতির দেশ নামে পরিচিত?
ক. থাইল্যান্ড
খ. অসলো
গ. ভেনিস
ঘ. এথেন্স
১৭. ‘উগান্ডা’র রাজধানীর নাম কী?
ক. কাম্পালা খ. রোম
গ. কিগালি ঘ. বুজুমবুরা
১৮. কোন দেশটি ফরাসি ঔপনিবেশ ছিল?
ক. ফিলিপাইন
খ. থাইল্যান্ড
গ. পাকিস্তান
ঘ. কম্বোডিয়া
১৯. ‘নক্রুমা’ কোন দেশের প্রেসিডেট ছিলেন?
ক. কঙ্গো খ. কেনিয়া
গ. ঘানা
ঘ. নাইজেরিয়া
২০. ‘নীল নদ’ কোন দেশে অবস্থিত?
ক. ইরান খ. ইরাক
গ. মিসর ঘ. ইসরায়েল

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯.গ ২০. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper