ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা

আবু সাঈদ
🕐 ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
উত্তর : পত্রিকা।

প্রশ্ন : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণ কারকে সপ্তমী।
প্রশ্ন : জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রাখালী।
প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : আনোয়ার পাশা।
প্রশ্ন : ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
উত্তর : ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : বহিঃপীর কী?
উত্তর : একটি নাটক।
প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর : পথের দাবী।
প্রশ্ন : কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
উত্তর: ভবিষ্যতের বাঙালি।
প্রশ্ন: ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে,
উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’- কে বলেছেন?
উত্তর: প্রমথ চৌধুরী।
প্রশ্ন : ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী? উত্তর : স্থাবর।
প্রশ্ন: উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
উত্তর: প্রত্যয়জনিত।
প্রশ্ন: আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণ কারকে সপ্তমী।

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper