ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

ব্যবসায় উদ্যোগ

ফাতেমা বেগম
🕐 ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

১. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ হলো-
ক. মুনাফা অর্জন
খ. মানুষের অভাববোধ
গ. বাজার সৃষ্টি ঘ. শিল্প বিপ্লব

২. উৎপাদনের বাহন কোনটি?
ক. পরিবহন খ. বাণিজ্য
গ. শিল্প গ. প্রত্যক্ষ সেবা
৩. নিচের কোনটিতে অমিল পরিলক্ষিত হয়?
ক. বস্ত্র শিল্প খ. সিমেন্ট শিল্প
গ. পর্যটন শিল্প ঘ. চিনি শিল্প
৪. নকশিকাঁথা কোন শিল্পের অন্তর্গত?
ক. তাঁত শিল্প খ. বস্ত্র শিল্প
গ. হস্তশিল্প ঘ. নির্মাণ শিল্প
৫. যে কোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি-
i. জীবিকা নির্বাহের জন্য করা হয়
ii. মুনাফা অর্জনের জন্য করা হয়
iii. বিনোদনের জন্য করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও i i খ. i ও iii
গ. i i ও i i i ঘ. i, i i ও iii
৬. কাশেম পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে চকবাজারে একটি বিরিয়ানির হোটেল চালু করেন। তার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত হবে।
ক. সেবা শিল্প খ. উৎপাদন শিল্প
গ. নিষ্কাশন শিল্প ঘ. প্রজনন শিল্প
৭. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনেক, কেন না-
ক. বৈদেশিক মুনাফা অর্জনের জন্য
খ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
গ. ব্যবসায়ের অভিজ্ঞতার জন্য
ঘ. মূলধন সংগ্রহের জন্য
৮. কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম?
ক. চাকরি খ. আত্মকর্মসংস্থান
গ. শিক্ষা ঘ. ঝুঁকি
৯. পণ্য উৎপাদনে সার্থকতা নির্ভর করে কিসের ওপর?
ক. বিক্রয় করে মুনাফা অর্জনের
খ. গুদামজাতকরণের
গ. ক্রয়-বিক্রয়ের ওপর
ঘ. মোড়কীকরণের ওপর
১০. ‘মেলামেশার ক্ষমতা’ একজন আদর্শ বিক্রয়কর্মীর কী ধরনের গুণাবলি?
ক. শারীরিক খ. মানসিক
গ. শারীরিক ও মানসিক ঘ. নৈতিক
১১. ডাচ্-বাংলা ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। এ শিক্ষাবৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
ক. ব্যবসায়িক খ. জাতীয়
গ. সামাজিক ঘ. মানবিক
১২. ব্যবস্থাপনা কাজের মধ্যে সেতুবন্ধ হিসেবে ভূমিকা পালন করে-
ক. পরিকল্পনা খ. নির্দেশনা
গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ
১৩. পরিকল্পনা বাস্তবায়নে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়?
ক. সময় ও ব্যয়সাপেক্ষ
খ. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
গ. কার্যপদ্ধতি স্থিরকরণ
ঘ. সর্বত্তোম বিকল্প গ্রহণ
১৪. কোন কাজের জন্য ব্যবসায় পরিকল্পনা একটি উত্তম দলিল হিসেবে কাজ করে?
ক. পরিচালনার জন্য
খ. মূলধন সংগ্রহের জন্য
গ. বাস্তবায়নের জন্য ঘ. ব্যবস্থাপনার জন্য
১৫. নায়েব আলীর স্বপ্ন কোনটি?
ক. ধনী হওয়া খ. বেকারত্ব হ্রাস করা
গ. শিল্প প্রতিষ্ঠা ঘ. ব্যবসায়িক জোট তৈরি
১৫. সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে সম্ভব হয়Ñ
র. পণ্যের সঠিক মূল্য নির্ধারণ
রর. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি
ররর. মুনাফা পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও i i খ. i ও iii
গ. i i ও i i i ঘ. i, i i ও iii
১৭. গাজী পাহাড় কেটে আবাসন স্থাপন করছে। গাজীর কাজটিÑ
র. পরিবেশ দূষিত করছে
রর. আবাসনের সুযোগ সৃষ্টি করছে
ররর. জীববৈচিত্র্য ধ্বংস করছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও i i খ. i ও iii
গ. i i ও i i i ঘ. i, i i ও iii
১৮. স্যামসাং এইচ চৌধুরী কত সালে ওষুধ কারখানা স্থাপনের লাইসেন্স পান?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৪ সালে
১৯. লুৎফা সানজিদা ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন-
ক. একটি শোরুম
খ. প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র
গ. বিউটি পার্লার
ঘ. অনিন্দ্য বুটিক সেন্টার
২০. লুৎফা সানজিদা কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন?
ক. ব্যাংক থেকে খ. গ্রামীণ ব্যাংক থেকে গ. মাইডাস থেকে
ঘ. প্রশিকা থেকে

ফাতেমা বেগম
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।

উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭ খ ৮.খ ৯.ক ১০.ঘ ১১.গ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper