ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলা

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আবু সাঈদ
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

প্রশ্ন : ‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : সিকান্দর আবু জাফর।
প্রশ্ন : ‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর : সিকান্দার আবু জাফর।
প্রশ্ন : ‘প্রেমের সমাধি’র রচয়িতা কে? উত্তর : মোহাম্মদ নজীবর রহমান।
প্রশ্ন : ‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : আবু জাফর শামসুদ্দিন।
প্রশ্ন : ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর : বেগম রোকেয়া।
প্রশ্ন : ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : মুহাম্মদ বরকতউল্লাহ।
প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
উত্তর: কাব্য।
প্রশ্ন : ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী? উত্তর : স্থাবর।
প্রশ্ন : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? উত্তর : প্রত্যয়জনিত।
প্রশ্ন : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানে
‘না’ এর ব্যবহার কী অর্থে?
উত্তর : হ্যাঁ-বাচক।
প্রশ্ন : কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
উত্তর : ফাঁকি দেওয়া।
প্রশ্ন : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল- উত্তর: সমক্ষ।
প্রশ্ন : কোনটি পর্তুগিজ শব্দ নয় - উত্তর : আলবেলা।
উত্তর : টষ্কার বলতে বোঝায় - উত্তর : ধনুকের ধ্বনি।
প্রশ্ন : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী? উত্তর : উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে।
প্রশ্ন : ‘পদ্মাবতী’-কে রচনা করেন?
উ : মহাকবি আলাওল।
প্রশ্ন : ‘পদ্মাবতী’-কোন জাতীয় রচনা? উত্তর : ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উত্তর: মৃত্যুক্ষুধা।

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper