ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি : গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি
🕐 ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯

১। জাতীয় সম্পদ রক্ষায় নাগরিকদের করণীয় হলো- (ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার করা (খ) রাষ্ট্রের আইন ভঙ্গ করা
(গ) সম্পদের অপচয় করা
(ঘ) অপ্রয়োজনে সম্পদের অধিক ব্যবহার

 

২। সম্পদের বৈশিষ্ট্য কোনটি? (ক) অভাব (খ) চাহিদা 

(গ) ঘরবাড়ি (ঘ) অপ্রাচুর্যতা ৩। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা লাভ করে- (i) শ্রমিক (ii) পুঁজিপতি (iii) উদ্যোগক্তা নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও ঃ জনাব টিটু মিয়া একজন শিল্পপতি। তার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।
৪। জনাব টিটু মিয়ার কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত? (ক)ধনতান্ত্রিক (খ) ইসলামি
(গ) মিশ্র অর্থনীতি
(ঘ) সমাজতান্ত্রিক
৫। উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে - (i) অবাধ প্রতিযোগিতা
(ii) শ্রমিক শোষণ
(iii) সর্বাধিক মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii ৬। মিশ্র অর্থব্যবস্থায় কোনটির ওপর নিষেধাজ্ঞা থাকে? (ক) একচেটিয়া ব্যবসায়
(খ) ভোগ করার স্বাধীনতায়
(গ) ব্যক্তি মালিকানায়
(ঘ) দ্রব্য উৎপাদনের স্বাধীনতা
৭ । মিশ্র অর্থব্যবস্থায় দ্রব্যের মূল্য নির্ধারণ হয় কীভাবে? (ক) দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে (খ) ক্রেতা-বিক্রেতার মাধ্যমে (গ) সরকার নির্ধারিত
(ঘ) ব্যক্তির চাহিদা অনুযায়ী
৮। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণের মূল কারণ হলো-
(ক) শ্রমিকের সাথে শত্রুতা
(খ) মালিকের দুর্নীতি
(গ) সরকারের উদাসীনতা
(ঘ) সর্বাধিক মুনাফা অর্জন ৯। শ্রমিক শোষণ লক্ষ করা যায় কোন অর্থব্যবস্থায়? (ক) ইসলামি
(খ) ধনতান্ত্রিক
(গ) মিশ্র অর্থনীতি
(ঘ) সমাজতান্ত্রিক ১০। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো - (i) অবাধ প্রতিযোগিতা
(ii) সর্বাধিক মুনাফা অর্জন
(iii) ভোক্তার স্বাধীনতা।
নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii ১১। বাংলাদেশের শ্রমিকশ্রেণির জীবনযাত্রার নিম্নমান যে কারণে- (ক) মুজরি কম
(খ) মুনাফার উচ্চহার
(গ) আয় বৈষম্য প্রকট
(ঘ) শ্রমিকের অদক্ষতা ১২। মিশ্র অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো - (i) সম্পদের ব্যক্তি মালিকানা
(ii) সম্পদের রাষ্ট্রীয় মালিকানা (iii) সর্বাধিক মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। সামন্ততান্ত্রিক অর্থনীতি হলো- (i) শিল্পভিত্তিক অর্থনীতি বিদ্যমান (ii) ভূস্বামী কেন্দ্রিক অর্থ ব্যবস্থা (iii) ভূস্বামীর অধীনে থাকত সকল পেশাজীবী নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii ১৪। একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে কোনটি জানা আবশ্যক? (ক) জনসংখ্যা বৃদ্ধির হার
(খ) সম্পদের পরিমাণ
(গ) সম্পদের উৎপাদন ও বন্টন প্রক্রিয়া
(ঘ) প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা ১৫। সম্পদের অপ্রাচুর্যতা বলতে কী বোঝায়? (ক) যোগানের সীমাবদ্ধতা
(খ) চাহিদার সীমাবদ্ধতা
(গ) জনগণের চাহিদার হার
(ঘ) সম্পদের সঠিক ব্যবহার


শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর: ১ক, ২ঘ, ৩খ, ৪ক, ৫ঘ, ৬ক,৭ক, ৮ঘ, ৯খ, ১০ঘ, ১১ক, ১২ঘ, ১৩খ, ১৪গ, ১৫ক।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper