ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

ফিন্যান্স ও ব্যাংকিং

সৈয়দা শায়লা ইসলাম
🕐 ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

১। কোন চেক অধিক নিরাপদ?

ক) বাহক খ) হুকুম
গ) অনুমোদন ঘ) দাগকাটা


২। কখন যুক্তরাষ্ট্রে চরম মন্দা দেখা দিয়েছিল?
ক) ১৯২০ খ) ১৯৩০
গ) ১৯৫০ ঘ) ১৯৬০
৩। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ হলো-
i ঋণ ii. ঋণপত্র iii. লিজিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। প্রাপ্য বিল বাট্টাকরণের মেয়াদ কত মাস?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৫। ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করা হয়। কারণ আয়-
ক) অধিক খ) সীমিত
গ) নির্দিষ্ট
ঘ) পরিবর্তনশীল
৬। বাংলাদেশে শেয়ারবাজার কয়টি?
ক) ১টি খ) ২টি
গ) ৩টি ঘ) ৪টি
৭। কোনগুলো স্থায়ী সম্পত্তি?
i. জমি ii. দালান কোঠা
iii. যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮। বর্তমানে বাংলাদেশে সরকারি ব্যাংকের সংখ্যা কত?
ক) ৩টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৭টি
৯। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
১০। ঝুঁকিবহুল বিনিয়োগে কোনটি বেশি থাকে?
ক) আয় খ) ব্যয়
গ) ক্ষতি ঘ) উপরি ব্যয়
১১। লভ্যাংশ কত প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১২। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০০ খ) ১৯৩৫
গ) ১৮৫০ ঘ) ১৮৯০
১৩। ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ-
ক) সঞ্চয় খ) চেয়ার
গ) লম্বা টেবিল ঘ) বিনিয়োগ
১৪। স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-
ক) ৬ মাসের মধ্যে
খ) ১ বছরের মধ্যে
গ) ২ বছরের মধ্যে
ঘ) ৫ বছরের মধ্যে
১৫। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক) প্রারম্ভিক বিনিয়োগ
খ) নগদ বহিঃপ্রবাহ
গ) মোট চলতি দায়
ঘ) মোট অবচয়
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
AB একটি মেশিন ক্রয় করবে, যার ক্রয়মূল্য ৯০,০০০ টাকা। আয়ুষ্কাল ৩ বছর। প্রকল্পটি থেকে প্রতিবছর আসা নগদ প্রবাহ হবে যথাক্রমে ৪২০০০, ৩৮০০০ ও ২৯০০০ টাকা।
১৬। ক্রয়কৃত মেশিনটির ক্রমযোজিত নগদ প্রবাহের যোগফল কত?
ক) ১,০০,০০০ খ) ১,০৫,০০০
গ) ১,০৮,০০০ ঘ) ১,০৯,০০০
১৭। মেশিনটির পরিশোধকাল কত বছর?
ক) ২.৩৪ খ) ৩
গ) ৩.৩৪ ঘ) ৪
১৮। কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
ক) ঋণপত্র খ) বন্ড
গ) সাধারণ শেয়ার
ঘ) অগ্রাধিকার শেয়ার
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
XYZ কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য ১০০ টাকা, প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ ১৫ টাকা এবং প্রবৃদ্ধির হার ৩%।
১৯। XYZ-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
ক) ১২% খ) ১৫%
গ) ১৮% ঘ) ২১%
২০। যদি প্রবৃদ্ধির হার ৪% হয়, সে ক্ষেত্রে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত?
ক) ১৪% খ) ১৬%
গ) ১৮% ঘ) ১৯%

সৈয়দা শায়লা ইসলাম
প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।

উত্তর : ১.ঘ ২.খ ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.গ ১০.ক ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper