ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যবসায় উদ্যোগ

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সরওয়ার হোসেন
🕐 ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

১. বিনিময়ের মাধ্যম হিসেবে প্রাচীন যুগে কী ব্যবহৃত হতো? - দ্রব্য।
২. মধ্যযুগে কী সৃষ্টি হয়েছিল?
- বাজার ও শহর।
৩. দিন দিন মানুষের কী বাড়ছে? - চাহিদা।
৪. ব্যবসায়ের উদ্ভব হয় কাকে ঘিরে?
- অর্থনৈতিক কর্মকা- ও লেনদেনকে ঘিরে।
৫. ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
- ৫ ভাগে।

৬. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান? - অর্থ ও ঋণ ব্যবস্থা।
৭. বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্য আদান-প্রদানের সঙ্গে সঙ্গে কিসের আদান-প্রদান সম্ভব হয়? - সভ্যতা ও সংস্কৃতি।
৮. বাংলাদেশের কৃষি মূলত কী নির্ভর?
- প্রকৃতিনির্ভর।
৯. শিল্পকে কী বলা হয়? - উৎপাদনের বাহন।
১০. পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? - শিল্প।
১১. পণ্য বিনিময় কী ধরনের উপযোগ সৃষ্টি করে? - স্বত্বগত।
১২. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? - তথ্যগত।
১৩. আধুনিক ব্যসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি? - প্রত্যক্ষ সেবা।
১৪. পৃথিবীর অনেক দেশ উন্নতির চরম শিখরে পৌঁছেছে কীভাবে?
- ব্যবসায় ও বাণিজ্যের উন্নতির মাধ্যমে।
১৫. ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
- কর্মসংস্থান।
১৬. সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
- ধর্মীয় বিশ্বাস/মানবসম্পদ।
১৭. আইনশৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
- রাজনৈতিক পরিবেশের।
১৮. বাংলাদেশ মূলত কী নির্ভর দেশ?
- কৃষিনির্ভর।
১৯. বাংলাদেশ কেমন দেশ? - উন্নয়নশীল।
২০. বাংলাদেশের অর্থনীতিতে কিসের অবদান বাড়ছে? - ব্যবসায়-বাণিজ্যের।
২১. বাণিজ্যের জন্য চিরকাল কোন দেশ বিখ্যাত ছিল? - বাংলাদেশ।
২২. বাংলাদেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে কারা বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন?
- আরবীয়গণ।
২৩. কোন দেশের বাণিজ্য খ্যাতি পৌঁছেছিল ইউরোপ পর্যন্ত?
- বাংলাদেশের।
২৪. বাণিজ্যের জন্য পশ্চিমবঙ্গের বিখ্যাত ছিল কী? - সপ্তগ্রাম।
২৫. দিন দিন বনভূমি কমে গেলেও আমাদের কী রয়েছে? - সমৃদ্ধ বনজসম্পদ।


সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper