ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

শিক্ষা সহায়িকা
🕐 ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

প্রথম পত্র
১। খাদ্যমান সুরক্ষায় মোড়কীকরণ কোনো ধরনের উপযোগ সৃষ্টিতে ভূমিকা রাখে?
ক) স্থানগত খ) কালগত
গ) জ্ঞানগত ঘ) অর্থসংস্থানগত

২। এক মালিকানা ব্যবসার প্রচলন প্রথম কোথায় ঘটে?
ক) ইংল্যান্ডে খ) জাপানে
গ) গ্রিসে ঘ) ভারতে

৩। ক) মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে নিশ্চিত সাফল্যের কারণ হলো
খ) মালিকের দক্ষতা ও সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনা
গ) মালিকের সঙ্গে গ্রাহকের প্রত্যক্ষ সম্পর্ক
ঘ) মালিকের স্বাধীনতা

৪। প্রতিনিধির বৈধতা কোম্পানির ক্ষেত্রে কিসের মাধ্যমে নির্ধারিত হয়?
ক) শেয়ার মূলধন খ) স্মারকলিপি
গ) পরিমেল নিয়মাবলি ঘ) সাধারণ সিলমোহর

৫। নিচের কোনটির মাধ্যমে কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্পর্ক নির্ণীত হয়ে থাকে?
ক) স্মারকলিপি খ) পরিমেল নিয়মাবলি
গ) নিবন্ধনপত্র ঘ) কার্যারম্ভপত্র

৬। রাহাত সিয়াম ব্রাদার্সের একজন অংশীদার। তারা তিনজন অংশীদার মিলে একটি ব্যবসায় স্থাপন করেছিলেন। তবে তারা চুক্তিপত্রে ব্যবসায়ের স্থায়িত্বকাল নির্ধারণ করেননি। ওই প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসা?
ক) ঐচ্ছিক
খ) নির্দিষ্ট অংশীদারি ব্যবসা
গ) সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা
ঘ) নিষ্ক্রিয় অংশীদারি ব্যবসা

৭। বিবরণপত্র প্রচারের আগে কার অনুমতি নিতে হয়?
ক) নিবন্ধক খ) শেয়ারহোল্ডার
গ) অবলেখক ঘ) ঋণদাতা

৮। বহুমুখী সমবায় সমিতি যে সুবিধা পায় তা হলো
ক) বিক্রয় খ) ঋণ গ) প্রশিক্ষণ

৯। উদ্দীপকে ইউনিলিভার কোন ধরনের কোম্পানি সংগঠন?
ক) পাবলিক লি. কোং খ) প্রাইভেট লি. কোং
গ) হোল্ডিং কোম্পানি ঘ) সাবসিডিয়ারি

১০। উদ্দীপকের কোম্পানি আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হওয়ার কারণ হলো
ক) সীমিত দায় খ) রাইট শেয়ারপ্রাপ্তি গ) শেয়ারের কম মূল্যমান

১১। ঝগঊ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো
ক) কর্মসংস্থান সৃষ্টি খ) অর্থনৈতিক উন্নয়ন
গ) পণ্যমান নিয়ন্ত্রণ

১২। কর্মসংস্থান ব্যাংক কোন ধরনের সহায়তা প্রদান করছে?
ক) উদ্দীপনামূলক খ) সমর্থনমূলক
গ) সংরক্ষণমূলক ঘ) প্রেরণামূলক

১৩। রপ্তানি ফরমায়েশ প্রদান করা কোন প্রতিষ্ঠানের কাজ?
ক) বিজিএমইএ খ) রপ্তানি উন্নয়ন ব্যুরো
গ) শিল্প ও বণিক সমিতি ঘ) আশা

১৪। নারায়ণগঞ্জকেন্দ্রিক নিটওয়্যার উৎপাদনকারীদের প্রতিষ্ঠান কোনটি?
ক) বিকেএমইএ খ) বিজিএমইএ
গ) বিমসটেক ঘ) রপ্তানি উন্নয়ন ব্যুরো

১৫। পারস্পরিক তথ্যবিনিময় ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত?
ক) ক্রেতা ও ভোক্তা খ) সমাজ
গ) সরকার ঘ) স্বগোত্রীয় ব্যবসায়ী

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper