ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. যে সব অনুজীব রোধ সৃষ্টি করে তাদের বলা হয়-
ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন ঘ) জীবাণু

২. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
ক) ট্রিপসিন খ) লাইপেজ
গ) টয়ালিন ঘ) অ্যামাইলেজ

৩. বায়ুম-লের শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
ক) ৭৮.০ খ) ০.৮
গ) ০.৪১ ঘ) ০.৩

৪. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
ক) হৃদযন্ত্রে খ) বৃক্কে
গ) ফুসফুসে ঘ) প্লীহাতে

৫. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
ক) জন্ডিস খ) এইডস
গ) নিউমোনিয়া ঘ) চোখ ওঠা

৬. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
ক) ডিজেল খ) পেট্রোল
গ) অকটেন ঘ) সিএনজি

৭. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
ক) সাদা খ) কালো
গ) হলুদ ঘ) লাল

৮. জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
ক) আলফা রশ্মি খ) বিটা রশ্মি
গ) গালা রশ্মি ঘ) আলট্রাভায়োলেট রশ্মি

৯. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ক) আমিষ খ) আয়োডিন
গ) স্নেহ ঘ) লৌহ

১০. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক) বেকেলের রশ্মি
খ) এক্স-রশ্মি
গ) গামা রশ্মি ঘ) বিটা রশ্মি

১১. হৃৎপি- কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
ক) ঐচ্ছিক খ) বিশেষ ধরনের ঐচ্ছিক
গ) অনৈচ্ছিক
ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক

১২. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
ক) শুক্র খ) মঙ্গল
গ) পৃথিবী ঘ) বুধ

১৩. লেবুতে থাকে
ক) নাইট্রিক এসিড
খ) সাইট্রিক এডিস
গ) ল্যাকটিক এডিস
ঘ) এসিটিক এসিড

১৪. হাড় ও দাঁতকে মজুবত করে
ক) আয়োডিন
খ) ম্যাগনেসিয়াম
গ) আয়রণ
ঘ) ফসফরাস

১৫. ভিটামিন বি১ এর অপর নাম কি?
ক) মেলানিন
খ) ক্যারোটিন
গ) থায়ামিন ঘ) হিমোগ্লোবিন

১৬. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে
ঘ) হাইড্রোজেন সরবরাহ করে

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১-ঘ, ২-ক, ৩-খ, ৪-ঘ, ৫-গ, ৬-ক, ৭-ঘ, ৮-গ, ৯-ক, ১০-গ, ১১-ঘ, ১২-ক, ১৩-খ, ১৪-ঘ, ১৫-খ ১৬-খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper