ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৯, ২০১৯

১। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট -২০১৭ অনুযায়ী বর্তমান বিশ্বে জনসংখ্য কত?
ক) ৭৫০ কোটি খ) ৭৫৫ কোটি
গ) ৭৬০ কোটি ঘ) ৭৭০ কোটি।

২। বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.১৭% খ) ২.২%
গ) ১.২% ঘ) ১.৬%

৩। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) নবম খ) ৭ম
গ) অষ্টম ঘ) দশম।

৪। জন সংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
ক) ভারত খ) রাশিয়া
গ) চীন ঘ) যুক্তরাজ্য।

৫। ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
ক) রিচার্ড এইচ থ্যালার
খ) জ্যাক দ্রবোশে গ) রিচার্ড হ্যান্ডারসন
ঘ) ডেভিড হ্যানসন

৬। রিচার্ড এইচ থ্যালার কোন দেশের নাগরিক।
ক) যুক্তরাজ্য খ) জাপান
গ) কোরিয়া ঘ) যুক্তরাষ্ট্র।

৭। ২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত ঘ) ইংল্যান্ড
গ) দ. আফ্রিকা ঘ) বাংলাদেশ ।

৮। ওয়ানডে লিগ কবে শুরু হবে?
ক) ২০১৯ সালে খ) ২০১৮ সালে গ) ২০২০ সালে ঘ) ২০২১ সালে।

৯। CBS এর পূর্ণ রূপ কি?
ক) Center for Bangladesh studies খ) Center of Bangladesh studies
গ) Bangladesh Study Center
ঘ) Bureau of Study Center

১০। ২০১৭ সালে জ্যাক দুবোশে কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
ক) অর্থনীতি খ) পদার্থবিদ্যা
গ) সাহিত্য ঘ) রসায়ন।

১১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
ক) ২৭ মে খ) ২৮ মে
গ) ২৯ মে ঘ) ৩০ মে

১২. কত সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে?
ক) ১৯৭৮ খ) ১৯৮৮
গ) ১৯৭৭ ঘ) ১৯৮৭

১৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) তুরস্কে খ) সুইজারল্যান্ডে
গ) জাপানে ঘ) সুইডেনে

১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?
ক) জাপান খ) সুইজারল্যান্ড
গ) সুইডেন ঘ) জার্মানি

১৫. জাবল কোন দেশের শহর?
ক) সৌদি আরব খ) ইরান
গ) ইরাক ঘ) মিসর
আবু সাঈদ
ঘ) সংযুক্ত আরব আমিরাত

১৬. তথ্য অধিকার আইন পাস হয় কবে?
ক) ২০০৯ সালে
খ) ২০০৮ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ২০১৫ সালে

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তার মালা : ১.ক, ২.গ, ৩.গ, ৪.গ, ৫.ক, ৬.ঘ, ৭.খ, ৮.গ, ৯.ক, ১০.ঘ ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper