ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন

ফিন্যান্স ও ব্যাংকিং

মনিরুজ্জামান সরকার
🕐 ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০১৯

ক-বিভাগ (ফিন্যান্স) থেকে কমপক্ষে ৩টি এবং খ-বিভাগ (ব্যাংকিং) থেকে কমপক্ষে ৩টি মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।

ক-বিভাগ (ফিন্যান্স)

১. মি. নাদিম তার লাইব্রেরির জমা ব্যাংক থেকে ১০ বছর মেয়াদী ঋণ নিয়ে ভূমি আসবাবপত্র ও দোকানের সাজসজ্জা বৃদ্ধি করেন। লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য মোবাইল রিচার্জ, ফোনের কার্ড, বিভিন্ন দিবসের কার্ড ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে সক্ষম হন।
ক. বিনিয়োগ সিদ্ধান্ত কী? ১
খ. অধ্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। ২
গ. ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মি. নাদিম কোন নীতি অনুসরণ করেছেন ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. নাদিমের ব্যবসায়ে প্রচুর মুনাফা হওয়ার কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ কর। ৪

২. চৌধুরী গ্রুপ যশোরে একটি নতুন কারাখানা স্থাপনের পরিকল্পনা করেছে। পরিকল্পনামাফিক কাজ সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত? ১
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বুঝ? ২
গ. চৌধুরী গ্রুপের কারখানা স্থাপনের জন্য কোন ধরনের মূলধন প্রয়োজন বর্ণনা কর? ৩
ঘ. চৌধুরী গ্রুপের জন্য বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা কতখানি যৌক্তিক বলে তুমি মনে কর? ৪

৩. মজিদ ৫ লাখ টাকা ৮ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। দোয়েল ব্যাংক তাকে ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এবং কোয়েল ব্যাংক ৬% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়।
ক. EAR-এর পূর্ণরূপ কী? ১
খ. দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে কী বলে? ব্যাখ্যা কর। ২
গ. মজিদ দোয়েল ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে? নির্ণয় কর। ৩
ঘ. মজিদের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে? ব্যাখ্যা কর। ৪

৪. আরমান তার ব্যবসায়ে ৮,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। আগামী ৫ বছর মেশিনটির প্রাপ্য নিট আয় ১,২৫,০০০ টাকা, ১,৯০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা, ১,৭০,০০ টাকা, ১,১৫,০০০ টাকা।
ক. মূলধন বাজেটিং পদ্ধতি কয়টি? ১
খ. মূলধন বাজেটিং অনুমাননির্ভর কেন? ২
গ. আরমানের ব্যবসায়ের গড় মুনাফার হার নির্ণয় কর। ৩
ঘ. আরমানের পে-ব্যাংক সময় নির্ণয় কর। ৪

৫. কোব্বাত কোম্পানি লি.-এর তথ্যগুলো নিম্নরূপ :
i. মোট মূলধন ৫০০ কোটি টাকা।
ii. ১০% ঋণ মূলধন ২০০ কোটি টাকা।
iii. ৮% অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি।
iv. সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি।
v. সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারবাজার মূল্য যথাক্রমে ২৫৫ টাকা ও ১১০ টাকা এ ছাড়া কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার ১৩ টাকা লভ্যাংশ প্রদান করেছে যা অতীতে কোম্পানি প্রদত্ত লভ্যাংশ ৪% বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০%।
ক. কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? ১
খ. ঋণ মূলধন ব্যয় কী? ব্যাখ্যা কর। ২
গ. কোব্বাত কোম্পানি লি.-এর মোট মূলধনের প্রতিটি উৎসের অনুপাত নির্ণয় কর। ৩
ঘ. কোব্বাত কোম্পানি লি.-এর গড় মূলধন ব্যয় নির্ণয় কর। ৪


সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper