ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০১৯

১. কোনটি দেহকোষ নয়?
ক. স্নায়ুকোষ খ. লোহিত রক্তকণিকা
গ. ত্বককোষ ঘ. শুক্রাণু

২. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?

ক. ১ খ. ২. গ. ৪ ঘ. বহু

৩. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. RBC খ. নিউরন
গ. গবলেট ঘ. WBC

৪. জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশেষিত হয়?
ক. মাইটোকন্ড্রিয়া খ. নিউক্রিয়াস
গ. রাইবোজোম ঘ. গলগি দ্রব্য

৫. ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
ক. পেক্টোজ খ. লিগনিন
গ. সুবেরন ঘ. কাইটিন

৬. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ক. রক্তকোষ খ. পেশি কোষ
গ. স্নায়ু কোষ ঘ. জনন কোষ

৭. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?
ক. ক্রোমোপাস্ট খ. ক্লোরোপাস্ট
গ. ক্রোমাটোপাস্ট ঘ. নিউকোপাস্ট

৮. জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৯. একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে-
ক. অঙ্গ খ. জীব গ. কলা ঘ. অণু

১০. উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে?
ক. জাইলেম খ. ফ্লোয়েম গ. প্যারেনকাইমা ঘ. ক্লেরেনকাইমা

১১. স্থায়ী কলার কাজ
ক. খাদ্য উৎপাদন খ. সঞ্চয়
গ. দৃঢ়তা প্রদান ঘ. সবগুলো

১২. জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
ক. DNA খ. RNA
গ. ATP ঘ. TNA

১৩. নিচের কোনটি উঘঅ-এর নাইট্রোজেন বেস?
ক. ইউরাসিল খ. গোয়ানিন গ. পাইরিডক্সিন ঘ. অ্যাসপারাজিন

১৪. বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জন্ম হয়-
ক. আয়ারল্যান্ডে খ. ফ্রান্সে
গ. জাপানে ঘ. ইংল্যান্ডে

১৫. ঋষড়ৎধ বলা হয় কোনটিকে?
ক. উদ্ভিদকুলকে খ. প্রাণীকুলকে
গ. পক্ষীকুলকে ঘ. মৎস্যকুলকে

১৬. মূল নেই কোনটির-
ক. ফার্ন খ. একবীজি
গ. মস ঘ. দ্বিবীজি

১৭. শব্দের একাধিক প্রবাহকে কী বলে?
ক. স্টেরিও খ. মনো
গ. প্রাকৃতিক ঘ. যান্ত্রিক

১৮. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া?
ক. বর্ণ খ. শব্দ
গ. চিত্র ঘ. সবগুলোই

১৯. প্রকাশনার কাজে আগেকার দিনে কীসের অক্ষর ব্যবহার করা হতো?
ক. লোহার খ. তামার
গ. রুপার ঘ. সিসার

২০. সিনেমা, ভিডিও, টেলিভিশন ইত্যাদি হচ্ছে-
ক. লিনিয়ার মাল্টিমিডিয়া
খ. নন-লিনিয়ার মাল্টিমিডিয়া
গ. হাইপার মাল্টিমিডিয়া
ঘ. কোনোটিই নয়


২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ঘ ২. ক. ৩. খ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper