ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

মামুন মোল্লা
🕐 ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০১৯

১. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি-
ক. ইতালিতে খ. ইংল্যান্ডে
গ. ভারতবর্ষে ঘ. জার্মানিতে

২. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি-

ক. ভূমিকা খ. সুবিধা
গ. উদ্দেশ্য ঘ. প্রয়োজনীয়তা

৩. আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো হিসাববিজ্ঞানের-
ক. সুবিধা খ. উদ্দেশ্য
গ. বৈশিষ্ট্য ঘ. জবাবদিহিতা

৪. ফরমায়েশকৃত পণ্য পাওয়া গেলে এটা কী?
ক. শুধু ঘটনা খ. শুধু লেনদেন
গ. ঘটনা ও লেনদেন ঘ. লেনদেন নয়

৫. সম্পদের অবচয়-
ক. দৃশ্যমান খ. অদৃশ্যমান
গ. আংশিক দৃশ্যমান ঘ. আংশিক অদৃশ্যমান

৬. ‘ব্যাংক হতে ঋণ গ্রহণ’- হিসাব সমীকরণের প্রভাব কী?
ক. A ও p বৃদ্ধি খ. A ও p হ্রাস
গ. A ও L বৃদ্ধি ঘ. L বৃদ্ধি

৭. কী অনুসরণ করে দু’তরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়?
ক. উদ্দেশ্য খ. সুবিধা গ. মূলনীতি ঘ. অসুবিধা

৮. প্রতিটি লেনদেনের সঙ্গে থাকে-
i. দুটি হিসাব খাত ii. দ্বৈত সত্তা
iii. ডেবিট-ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. মি. জনির নিকট থেকে ৫০, ০০০ টাকা প্রাপ্তি। এখানে সুবিধা প্রদানকারী পক্ষ হলো-
ক. মি. জনি খ. ব্যবসায় প্রতিষ্ঠান
গ. নগদান হিসাব ঘ. আয়-ব্যয় হিসাব

১০. পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ-
ক. মূলধনজাতীয় প্রাপ্তি খ. মুনাফাজাতীয় আয়
গ. মোট আয় ঘ. নিট আয়

১১. মুনাফাজাতীয় ব্যয় কোনটি?
ক. আসবাবপত্র হিসাব খ. দালান হিসাব
গ. মাল ক্রয় ঘ. সুনামের মূল্য

১২. লেনদেনের আর্থিক অবস্থা জানতে প্রয়োজন হয়-
i. বিশদ আয় বিবরণী ii. মালিকানাস্বত্ব বিবরণী
iii. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. ‘T’ ছকে মোট কয়টি ঘর আছে?
ক. ৬টি খ . ৭টি গ. ৮টি ঘ. ১০টি

১৪. A= L+E এখানে E হচ্ছে-
ক. সম্পত্তি খ. স্বত্বাধিকার
গ. দায় ঘ. সবগুলো

১৫. ‘ফাইল কেবিনেট’ ক্রয় কী হিসাবে লিপিবদ্ধ হবে?
ক. মনিহারি হিসাবে খ. ক্রয়-বিক্রয় হিসাবে
গ. অফিস সরঞ্জাম হিসাবে ঘ. আসবাবপত্র হিসাবে

 

উত্তর : ১.ক ২.ঘ ৩.খ ৪.গ ৫.খ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক ১১.গ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper