ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ব্যবসায় উদ্যোগ

মোস্তাফিজুর রহমান
🕐 ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

প্রশ্ন : আমিনুল কোন পেশায় প্রশিক্ষণ নেন?
উত্তর : মোটরযান মেরামত।

প্রশ্ন : মানুষের বড় গুণ কোনটি?
উত্তর : উদ্যোগ গ্রহণ করা।

প্রশ্ন : কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
উত্তর : উদ্যোগ।

প্রশ্ন : খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন কী? -ব্যবসায় উদ্যোগ।

প্রশ্ন : কে নিজের ভুল অকপটে স্বীকার করে?
উত্তর : প্রকৃত উদ্যোক্তা।

প্রশ্ন : আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা কীরূপ?
উত্তর : মুখস্থনির্ভর।

প্রশ্ন : উদ্যোক্তার একটি বিশেষ গুণ কী?- শিক্ষা গ্রহণ করা।

প্রশ্ন : মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে?
উত্তর : ৫০ ভাগ।

প্রশ্ন : মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে?
উত্তর : ২০ ভাগ।

প্রশ্ন : যে কোনো দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কে?
উত্তর : শিল্প।

প্রশ্ন : কীভাবে শিল্পসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?
উত্তর : ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমে।

প্রশ্ন : কী কারণে আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রা ব্যাহত হয়?
উত্তর : প্রতিকূল পরিবেশের কারণে।

প্রশ্ন : অবকাঠামোগত সুবিধা কোনগুলো?
উত্তর : বিদ্যুৎ, গ্যাস ও পানি।

প্রশ্ন : ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে কোনটি নিশ্চিত হবে?
উত্তর : উদ্যোক্তার পুঁজির জোগান।

প্রশ্ন : প্রশিক্ষণের অভাবে সুযোগ থাকা সত্ত্বেও কোনটি নেওয়া সম্ভব হয় না?
উত্তর : সঠিক সিদ্ধান্ত।

প্রশ্ন : যে কোনো সময় কিসের চাহিদা হ্রাস পায়?
উত্তর : সরবরাহকৃত সেবার।

প্রশ্ন : কোন ব্যবসায় মুনাফা বেশি?
উত্তর : যে ব্যবসায় ঝুঁকি বেশি।

প্রশ্ন : সব সময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়? উত্তর : পরিমিত।

প্রশ্ন : আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা কীরূপ?
উত্তর : মুখস্থনির্ভর।

প্রশ্ন : বেকার সমস্যা বৃদ্ধি কী সৃষ্টি করে?
উত্তর : অনিশ্চিত ভবিষ্যতের।

প্রশ্ন : বাংলাদেশে আত্মকর্মসংস্থান পেশায় নিয়োজিত লোকের পরিমাণ কত?
উত্তর : শতকরা ৬০ ভাগ।

প্রশ্ন : নতুন সম্পত্তি স্থাপন ও বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ের জন্য কীরূপ সুবিধা?
উত্তর : সামাজিক।

প্রশ্ন : বাংলাদেশ কেমন দেশ?
উত্তর : উন্নয়নশীল।


সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper