ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ফিন্যান্স ও ব্যাংকিং

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার আশঙ্কাকে কী বলে? -ঝুঁকি।
অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়।
-ঝুঁকির।
বহিস্থ উৎস থেকে অর্থায়ন করা হলে কোন ঝুঁকি সৃষ্টি হয়? -আর্থিক ঝুঁকি।

যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হওয়ার কারণ কী?
-ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতামূলক।
অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়? -মুনাফাবণ্টন
কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হওয়ার আশঙ্কা থাকে?
-আর্থিক ঝুঁকি

কীভাবে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়?
-দায় পরিশোধের অক্ষমতা থেকে।
সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে কী বলে? -সুদ হার ঝুঁকি।
কোন অবস্থায় বিনিয়োগের বাজারমূল্য কমে? -সুদের হার বাড়লে।

সুদের হার কমলে বিনিয়োগের বাজারমূল্যে কীরূপ প্রভাব পড়ে?
-বাজারমূল্য স্থিতিশীল থাকে।
কোনটি পরিমাপ করা যায় না কিন্তু অনুমান করা যায়? -অনিশ্চয়তা।
কোনটি ঝুঁকিমুক্ত বিনিয়োগের বৈশিষ্ট্য?
- বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট থাকা।

কোন আয় ঝুঁকিমুক্ত হিসেবে গণ্য হয়?
-সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়।
বিনিয়োগকারীর ঝুঁকি কত প্রকার?
-২ প্রকার।
কখন বিনিয়োগের বাজারমূল্য বাড়ে?
-সুদের হার কমে গেলে।

ব্যবসায় চালানোর জন্য কোন ব্যয়ের সৃষ্টি হয়? -পরিচালনা ব্যয়ের।
অফিস ভাড়া ব্যয়কে কী বলা হয়?
-পরিচালনা ব্যয়।
প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সব সময় সমান হওয়াকে কী বলে? -ঝুঁকিমুক্ত আয়।
প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে? -বিচ্যুতি।
নিট মুনাফা কী? -বিক্রয়-করসহ সব খরচ বাদ দিয়ে যে আয়।

সুদ হারের ঝুঁকি কাকে বলে?
-যেসব বিনিয়োগকারী বন্ড ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদের যে ঝুঁকি মোকাবিলায় করতে হয় তাকে সুদ হারের ঝুঁকি বলে।
তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে?
-যে বাজারে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয়-বিক্রয় হয়, সে বাজারের আকার ও কাঠামোর ওপর।
কোনটি পরিমাপ করা যায়? -ঝুঁকি।

সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper