ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

রসায়ন

মোস্তাফিজুর রহমান
🕐 ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৮

প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে?
উত্তর : ১১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে মৌলসমূহকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে?
উত্তর : মৌলসমূহের ধর্মের ভিত্তিতে

প্রশ্ন : মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
উত্তর : ৬৭টি
প্রশ্ন : সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৪৭
প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
উত্তর : ৮৪টি
প্রশ্ন : পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন?
উত্তর : ১০০ বছর
প্রশ্ন : অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত? উত্তর : ৩নং গ্রুপ
প্রশ্ন : মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : রাশিয়া
প্রশ্ন : পর্যায় সারণির মৌলসমূহের বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : অষ্টাদশ
প্রশ্ন : ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ৩৩
প্রশ্ন : ল্যাভয়শিয়ে মৌলসমূহকে সর্বপ্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : ১৭৮৯ সালে
প্রশ্ন : পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে?
উত্তর : ১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
উত্তর : ৩২টি
প্রশ্ন : ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ১৫টি
প্রশ্ন : অ্যাকটিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
উত্তর : ১১টি
প্রশ্ন : পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
উত্তর : ৬টি
প্রশ্ন : অষ্টক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : জন নিউল্যান্ড
প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন?
উত্তর : হেনরি মোসলে
প্রশ্ন : কোন দেশের বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন?
উত্তর : জার্মান

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান  কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper