ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি : গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

ভূগোল ও পরিবেশ

মারুফ হাসান
🕐 ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৩, ২০১৮

১। সৌর জগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি?
ক) পৃথিবী খ) মঙ্গল
গ) বৃহস্পতি ঘ) ইউরেনাস

২। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?

ক) ভূমিরূপ খ) ভূ-ত্বক
গ) নভোমণ্ডল ঘ) বায়ুমণ্ডল

৩। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্তবায়ুমণ্ডল বিস্তৃত?
ক) ১,০০০ কি.মি.
খ) ১০,০০০ কি.মি.
গ) ৫০,০০০ কি.মি.
ঘ) ১,০০,০০০ কি.মি.

৪। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কি.মি.-এর মধ্যে সীমাবদ্ব?
ক) প্রায় ৮৫ ভাগ খ) প্রায় ৯০ ভাগ গ) প্রায় ৯৭ ভাগ ঘ) প্রায় ৯৯ ভাগ

৫। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) কার্বনডাই অক্সাইড খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন

৬। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৯৮.৭৩ খ) ৭৮.০২ গ) ৫৫.০৫ ঘ) ২০.৭১

৭। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়টি স্তরে ভাগ করা যায়?
ক) ৩টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৯টি

৮। ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত কি.মি.পর্যন্ত বিস্তৃত রয়েছে?
ক) প্রায় ৩-৫ কি.মি. খ) প্রায় ৫-৭ কি.মি. গ) প্রায় ৮-৯ কি.মি.
ঘ) প্রায় ১৬-১৮ কি.মি.

৯। বায়ুমণ্ডলে কোন উপাদানগুলো আয়তনের দিক থেকে অধিক পরিমাণে রয়েছে?
i. অক্সিজেন ii. নাইট্রোজেন
iii. কার্বনডাই-অক্সাইড
নিচের কোনটিসঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১০। বায়ুমণ্ডলে সমমণ্ডল কয়টি?
ক) দুটি খ) তিনটি গ) চারটি
ঘ) পাঁচটি

১১। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো হলো এ স্তরে
i. বাতাসের গতিবেগ বেশি
ii. আবহাওয়া শান্তও শুষ্ক
iii. ওজন গ্যাস বেশি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১২। বায়ুমণ্ডলের ওজনের শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?
ক) ট্রপোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল
ঘ) এক্সোমণ্ডল

১৩। এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য রয়েছে-
i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন
নিচের কোনটিসঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৪। কোন মণ্ডলের স্তরের নাম মেসোপেজ?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল

১৫। তাপমণ্ডলের নিম্ন অংশকে কী বলে?
ক) আয়নমণ্ডল খ) সমমণ্ডল
গ) বিষমমণ্ডল ঘ) এক্সোমণ্ডল

১৬। কোনো অঞ্চলের সাধারণত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক) ১০-১৫ খ) ২০-২৫
গ) ২০-৩০ ঘ) ৩০-৪০

১৭। কোন রেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
ক) মেরু রেখা খ) নিরক্ষ রেখা
গ) অক্ষ রেখা ঘ) দ্রাঘিমা রেখা

১৮। জলভাগের অবস্থান কোনো এলাকার
জলবায়ুকে কেমন করে?
ক) চরমভাবাপন্ন
খ) মৃদুভাবাপন্ন
গ) সমভাবাপন্ন
ঘ) বিষমভাবাপন্ন

শিক্ষক, মাইলস্টোন কলেজ, ঢাকা।

উত্তর : ১। ক ২। ঘ ৩। খ ৪। গ ৫। খ ৬। ঘ ৭। গ ৮। ঘ ৯। ক ১০। খ ১১। গ ১২। ক ১৩। খ ১৪। গ ১৫। ক ১৬। ঘ ১৭। খ ১৮। খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper