ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৮

১। ‘আনোয়ারা’ উপন্যাসটি কবে  প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯১৪ সালে

২। ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক. দেবদাস খ. শ্রীকান্ত
গ. চরিত্রহীন ঘ. গৃহদাহ
৪। ‘একাত্তরের দিনগুলো’ কে লিখেছেন?
ক. জাহানারা ইমাম
খ. হাসান ইমাম
গ. আলী ইমাম ঘ. আখতার ইমাম
৫. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
ক) ২৭ মে খ) ২৮ মে
গ) ২৯ মে ঘ) ৩০ মে
৬। যমুনা সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪.৫ কি.মি. খ. ৪.৬ কি.মি.
গ. ৪.৮ কি.মি. ঘ. ৪.১০ কি.মি.
৭। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
ক. রুপা খ. তামা
গ. সোনা ঘ. পিতল
৮। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
ক. ১২ অক্টোবর, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ৪ নভেম্বর, ১৯৭২
ঘ. ১ জানুয়ারি, ১৯৭৩
৯। বাংলাদেশের মোট সীমানা কত?
ক. ৫১৩৮ কি.মি. খ. ৫১৪০ কি.মি.
গ. ৫১৪৪ কি.মি. ঘ. ৫১৫০ কি.মি.
১০। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যরে-
ক. ৩ ভাগের ১ ভাগ
খ. ৪ ভাগের ১ ভাগ
গ. ৫ ভাগের ১ ভাগ
ঘ. ৬ ভাগের ১ ভাগ
১১। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত?
ক. জিম্বাবুয়ে খ. ব্রাজিল
গ. আমেরিকা ঘ. কানাডা
১২। কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুন?
ক. সূর্য দীঘল বাড়ী
খ. জোহরা গ. সারেং বউ
ঘ. হাজার বছর ধরে
১৩। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
ক. ২০ অক্টোবর, ১৯৪৫
খ. ২৪ অক্টোবর, ১৯৪৫
গ. ২৬ অক্টোবর, ১৯৪৫
ঘ. ৩০ অক্টোবর, ১৯৪৫
১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?
ক) জাপান খ) সুইজারল্যান্ড
গ) সুইডেন ঘ) জার্মানি
১৫। একনায়ক নিকোলাই চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. রুমানিয়া খ. হাঙ্গেরি
গ. পোল্যান্ড ঘ. অস্ট্রিয়া
১৬। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। ১০ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭৬ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
ক. ৪২ বছর খ. ৪৩ বছর
গ. ৪৪ বছর ঘ. ৪৫ বছর
১৭। জাতীয় জাদুঘরের স্থপতি কে?
ক. হামিদুজ্জামান
খ. মোস্তফা কামাল
গ. মঈনুল হোসেন
ঘ. ফজলুর রহমান খান


২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তরমালা : ১ ঘ, ২ ক, ৩ খ, ৪ ক, ৫ গ, ৬ গ, ৭ খ, ৮ গ, ৯ ক, ১০ ক, ১১ ঘ, ১২ ক, ১৩ খ, ১৪ খ, ১৫ ক, ১৬ ক, ১৭ খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper