ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ভূগোল ও পরিবেশ

ফাতেমা বেগম
🕐 ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৮

১। হরপ্পানগর কত খ্রিস্টপূর্বে উৎপত্তি ঘটেছিল?
ক) ৩০০০ খ) ২৫০০
গ) ১৫০০ ঘ) ৩৫০০

২। লা-হাভার নগরটি কোন দেশে অবস্থিত?
ক) ভারত খ) ব্রাজিল গ) ফ্রান্সে ঘ) রাশিয়ায়
৩। অস্ট্রেলিয়ার প্রশাসনিক নগর কোনটি?
ক) ক্যানবেরা খ) পিটার্সবার্গ
গ) এডিনবরা ঘ) জিব্রাল্টার
৪। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ নগর কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
i) চিত্রকলা ii) চলচ্চিত্র iii) শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) ii ও i ঘ) i, ii ও iii
৫। কোনটি সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান?
ক) বিদ্যালয় খ) পরিবার গ) সমাজ ঘ) রাষ্ট্র
৬। বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত?
ক) ১.০ একর খ) ০.৫ একর
গ) ০.০৫ একর ঘ) ০.০০৫ একর
৭। বাংলাদেশের যে অঞ্চলে জনবসতি কম-
i) মধুপুরে ii) ভাওয়ালে iii) ঢাকায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii  খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮। সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে কিসের ওপর নির্ভর করে?
i) ভূ-প্রকৃতির ii) উর্বর মাটির
iii) জলের উৎসের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯। ভারতের মুম্বাই বিখ্যাত কিসের জন্য?
ক) চিত্র শিল্প খ) চিত্রকলার
গ) চলচ্চিত্রের ঘ) ক্রিকেটের
১০। বিশ্বের জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে?
ক) ৫০ শতাংশ খ) ৪০ শতাংশ
গ) ৭৫ শতাংশ ঘ) ২৫ শতাংশ
১১। বর্তমানে ঢাকা মহানগরীতে প্রতিদিন কত কোটি গ্যালন পানি প্রয়োজন হয়?
ক) ২০ খ) ২৬০.৮ গ) ২৮.৫ ঘ) ২৬.৫
১২। ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহের ক্ষমতা কত কোটি গ্যালন পানি?
ক) ১৮ কোটি খ) ১৬ কোটি
গ) ১৯ কোটি ঘ) ১৭ কোটি
১৩। একজন মানুষের গড়ে দৈনিক কত গ্যালন পানি প্রয়োজন?
ক) এক খ) পাঁচ গ) তিন ঘ) সাত


সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ. ৯ গ. ১০. খ১১. গ ১২. ক ১৩. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper