ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

জীববিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

প্রশ্ন : উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?
উত্তর : সিভনল

 
প্রশ্ন : মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?
উত্তর : কোষান্তর অভিস্রবণ

প্রশ্ন : কেশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?
উত্তর : মূলরোমে

প্রশ্ন : মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?
উত্তর : মূলের কর্টেক্সে

প্রশ্ন : মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?
উত্তর : অভিস্রবণ

প্রশ্ন : ক্যালোজ কখন গলে যায়?
উত্তর : গ্রীষ্মকালে

প্রশ্ন : সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?
উত্তর : ভেসেল

প্রশ্ন : উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?
উত্তর : ১টি

প্রশ্ন : লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৩৭ সালে

প্রশ্ন : কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?
উত্তর : ঘৃতকুমারী

প্রশ্ন : ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?
উত্তর : সিভনল

প্রশ্ন : লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Van der Honert

প্রশ্ন : Mason and Maskell কত সালে তুলা গাছের কা- ফ্লোয়েম পরীক্ষা করেন?
উত্তর : ১৯২৮ সালে

প্রশ্ন : ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?
উত্তর : পাতায়

প্রশ্ন : কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২ ভাগে

প্রশ্ন : স্যাফ্রোনিনের রং কী?
উত্তর : লাল

প্রশ্ন : ফ্লুইড অব লাইম বলা হয় কাকে?
উত্তর : পানিকে

প্রশ্ন : কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?
উত্তর : প্রস্বেদন

প্রশ্ন : উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে?
উত্তর : মূল

প্রশ্ন : প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?
উত্তর : কার্টিস

সহকারী অধ্যাপক
একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper