ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ফিন্যান্স ও ব্যাংকিং

ফাতেমা বেগম
🕐 ১২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

অর্থায়নের উৎস 

১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
উত্তর : বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান


২. অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
উত্তর : লভ্যাংশ সমতাকরণ তহবিল।

৩. বাণিজ্যিক পত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তর : Commercial Paper

৪. দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কীরূপ হয়?
উত্তর : কম হয়।

৫. ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের উৎস কয়টি?
উত্তর : ২টি।

৬. দৈনন্দিন প্রয়োজনে কোন ধরনের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত?
উত্তর : স্বল্পমেয়াদি।

৭. কোন অর্থ আদান-প্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া?
উত্তর : স্বল্পমেয়াদি।

৮. বাহ্যিক অর্থসংস্থানের জনপ্রিয় প্রক্রিয়া কোনটি?
উত্তর : ব্যাংক ঋণ।

৯. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত কেন?
উত্তর : কাঁচামাল ক্রয়ের জন্য।

১০. দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
উত্তর : স্থায়ী সম্পদ ক্রয়।

১১. সংগঠনের ভিত্তিতে ব্যবসা হতে পারে কী?
উত্তর : এক মালিকানা, অংশীদারি ও যৌথ মূলধনী।

১২. কিসের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত?
উত্তর : স্থায়ী মূলধনের জন্য।

১৩. কাঁচামাল ক্রয় করার জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার কারা উচিত?
উত্তর : বাকিতে ক্রয়।

১৪. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
উত্তর : মুনাফা অর্জন।

১৫. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তর : নিট মুনাফা।

১৬. মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া আবশ্যক।
উত্তর : তহবিল উৎসের ব্যয়।

১৭. কোন অর্থায়নে মুনাফার হার স্থির ও নির্দিষ্ট?
উত্তর : লিজিং।

সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper