ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি : গুরুত্বপূর্ণ পরামর্শ ও সাজেশন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আজাদুর রহমান
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম, দ্বিতীয় ও পঞ্চম অধ্যায় থেকে দুটি করে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। বইয়ে অধ্যায় আছে মোট ৫টি। প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে। তবে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম অধ্যায় থেকে ২টি করে প্রশ্ন আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ২টি অংশ ক-বিভাগ (২৫) ও খ-বিভাগ (২৫)। মোট ৫০ নম্বর।

১। সংক্ষিপ্ত প্রশ্ন (ক-বিভাগ) :
এই অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে এবং এর মধ্যে থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ নম্বর।
বইয়ে অধ্যায় আছে মোট ৫টি। প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথম, দ্বিতীয় ও পঞ্চম অধ্যায় থেকে সাধারণত ২টি করে প্রশ্ন পরীক্ষায় আসে।

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয়বস্তু :
প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, ব্যবসা ও যোগাযোগ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, (Field Programmable Gate Array), PLA (Programmable Logic Array).

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো।
২. আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায়ে কী কী সুবিধা অর্জিত হয়।
৩. ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে’Ñউক্তিটি বুঝিয়ে লেখো।
৪. বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্ম সৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লেখো।
দ্বিতীয় অধ্যায় : নেটওয়ার্ক, টপোলজি, রাউটার, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। এ অধ্যায় থেকে ‘টপোলজি’ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতিবছর এর ওপর অন্তত একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এ বছর বাস ও রিং টপোলজির ওপর প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি।

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. টপোলজি কী? চিত্রসহ বাস ও রিং টপোলজি বর্ণনা করো।
২. রাউটার কী? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লেখো।
৩. নেটওয়ার্কের ক্ষেত্রে মডেম ও ল্যান কার্ডের কার্যকারিতা সংক্ষেপে বর্ণনা করো।
৪. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সঙ্গে সরাসরি লিংক থাকে? সেই টপোলজির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
তৃতীয় অধ্যায় : ম্যালওয়্যার ও এর প্রকারভেদ (ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স), কম্পিউটার ভাইরাস ও এর প্রকারভেদ (নিবাসী ও অনিবাসী), ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়, হ্যাকিং ও সাইবার অপরাধ, দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ।
‘ম্যালওয়্যার’ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী ভুল করে ম্যালওয়্যার সম্পর্কে লিখতে গিয়ে ভাইরাস সম্পর্কে লিখে আসে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।
২. ম্যালওয়্যার কী? ম্যালওয়্যার কীভাবে কাজ করে? ব্যাখ্যা করো।
৩. ক্যাপচা কী? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কী কী করা উচিত?
চতুর্থ অধ্যায় : স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ও কৌশল, মাইক্রোসফট এক্সেল ২০০৭ উইন্ডো পরিচিতি, যোগ ও বিয়োগ করার কৌশল।
কোনো সূত্র লেখার সময় শুরুতে সমান ‘=’ ব্যবহার করবে। সমান চিহ্ন ব্যবহার না করলে কোনো নম্বর পাবে না।

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যগুলো কী কী?
২. স্প্রেডশিট প্রোগ্রাম কী? স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায় লেখো।
পঞ্চম অধ্যায় : শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব, ই- মেইল অ্যাকাউন্ট খোলা এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেট ব্যবহার।
প্রশ্নে যদি ই-মেইলে ‘অ্যাটাচমেন্ট’ পাঠানোর নিয়ম লিখতে বলা হয়, তাহলে ই-মেইল পাঠানোর নিয়মগুলো ধারাবাহিকভাবে লিখে সেন্ড করার আগের ধাপে ফাইল ‘অ্যাটাচমেন্ট’ করার বিষয়টি উল্লেখ করে দেবে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি ধারাবাহিকভাবে লেখো।
২. একজন শিক্ষার্থী হিসেবে ইন্টারনেট থেকে তুমি কী কী সুবিধা ভোগ করো, তা বর্ণনা করো।
৩. শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সংক্ষেপে লেখো।
২. বহু নির্বাচনী প্রশ্ন (খ-বিভাগ) : ২৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।

আজাদুর রহমান, প্রভাষক
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper