ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আলিফ লায়লা
🕐 ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

প্রশ্ন: মুক্তিবাহিনীকে ­ ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
উত্তর : তিনটি।

প্রশ্ন: ­ সুবিধার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
উত্তর: যুদ্ধ পরিচালনার।

প্রশ্ন: ­ বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো।
উত্তর: ভারতে।

প্রশ্ন: ৩০ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত এই বাহিনীর নাম ­ ।
উত্তর: মুক্তিফৌজ।

প্রশ্ন: ­ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।
উত্তর: ‘ইন্টেলিজেন্স গ্রুপ’।

প্রশ্ন: সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল্ল।
উত্তর: ‘জয় বাংলা বাংলার জয়’।

প্রশ্ন: ­ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান।
উত্তর: ‘জয় বাংলা’।

প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ­Ñ আক্রমণ করে।
উত্তর: একযোগে।

প্রশ্ন: ৯ মাসের মুক্তিযুদ্ধে ­ বাঙালি শহীদ হন।
উত্তর: ৩০ লাখ।

প্রশ্ন: প্রতিবছর ১৪ ডিসেম্বর ­ পালন করা হয়।
উত্তর: শহীদ বুদ্ধিজীবী দিবস।

প্রশ্ন: ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় ­Ñ।
উত্তর: যৌথবাহিনী।

প্রশ্ন: ­ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

প্রশ্ন: প্রতিবছর ­ আমরা বিজয় দিবস পালন করি।
উত্তর: ১৬ ডিসেম্বর।

প্রশ্ন: ১৯৭২ সালের ৮ জানুয়ারি ­ পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন।
উত্তর: বঙ্গবন্ধু।


সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper