ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আলিফ লায়লা
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

প্রশ্ন : মহাস্থানগড় কোন সময়কালের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
উত্তর : মহাস্থানগড় ৪০০ খ্রিস্টপূর্ব থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে।

প্রশ্ন : মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
উত্তর : মৌর্য আমলে মহাস্থানগড় ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল।

প্রশ্ন : মহাস্থান গড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম কী?
উত্তর : মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম ব্রাহ্মী শিলালিপি।

প্রশ্ন : মহাস্থান গড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় কত মিটার?
উত্তর : মহাস্থান গড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় ৩.৩৫ মিটার।

প্রশ্ন : লালবাগ দুর্গের দক্ষিণে কী রয়েছে?
উত্তর : লালবাগ দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ ও একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।

প্রশ্ন : আহসান মঞ্জিল কী?
উত্তর : বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ।

প্রশ্ন : কোন সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
উত্তর :উয়ারী-বটেশ্বর সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

প্রশ্ন : উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর নাম লেখ।
উত্তর : উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।

প্রশ্ন : কোন ঐতিহাসিক স্থানটিতে বুদ্ধের দ-ায়মান মূর্তি রয়েছে?
উত্তর : মহাস্থান গড়ে প্রাপ্ত ‘খোদাই পাথরে’ বুদ্ধের দ-ায়মান মূর্তি রয়েছে।

প্রশ্ন : লালবাগ দুর্গের কোন দিকে গোপন প্রবেশপথ রয়েছে?
উত্তর : লালবাগ দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ রয়েছে।

প্রশ্ন : পাহাড়পুর কোথায়?
উত্তর : পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়।

প্রশ্ন : পাহাড়পুরে প্রাপ্ত গড়টি কী নামে পরিচিত?
উত্তর : পাহাড়পুরে ২৪ মিটার উঁচু গড় রয়েছে।
এটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত।

প্রশ্ন : সোমপুর মহাবিহারে কতটি কুঠুরি আছে?
উত্তর : সোমপুর মহাবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।

প্রশ্ন : সোমপুর মহাবিহারে কী কী আছে?
উত্তর : সোমপুর মহাবিহারে ১৭৭টি গোপন কুঠুরি, মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এ ছাড়া এখানে জীবজন্তুও মূর্তি ও টেরাকোটা পাওয়া গেছে।

প্রশ্ন : ময়নামতী স্থানটি কোন ইতিহাসের সঙ্গে জড়িত?
উত্তর : ময়নামতী অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতীর কাহিনী ও জায়গা ইতিহাসের সঙ্গে জড়িত।

প্রশ্ন : ময়নামতী কোথায় অবস্থিত?
উত্তর :বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতী অবস্থিত।

প্রশ্ন : ময়নামতী কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল?
উত্তর : ময়নামতী বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল।

প্রশ্ন : ময়নামতীতে কোনো কোন ধর্মের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতীতে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে।

প্রশ্ন : কোন ঐতিহাসিক স্থানটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতীতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে।

সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper