ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

১. সুশাসন শব্দটি সর্ব প্রথম ব্যবহৃত-
ক) ১৯৮৯ সালে খ) ১৯০৩ সালে
গ) ১৮৮৯ সালে ঘ) ১৯১১ সালে

২. ‘বাংলাদেশ স্কয়ার’ কোন দেশে অবস্থিত?
ক) ভারতে খ) ইরানে
গ) লাইবেরিয়ায় ঘ) নাইজেরিয়ায়

৩. Foedus কোন ভাষার শব্দ ?
ক) গ্রিক খ) ল্যাটিন
গ) জার্মান ঘ) ফরাসি

৪. ই-৮ কী?
ক) পরিবেশ দূষণকারী ৮টা দেশ
খ) পৃথিবীর গরিব ৮টি দেশ
গ) পৃথিবীর ধনী ৮টি দেশ
ঘ) শিল্পোন্নত ৮ দেশ

৫. স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি ব্রিটেনের ‘নাইট’ উপাধি লাভ করেন-
ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) ফজলে হাসান আবেদ
গ) আতিউর রহমান ঘ) আবু সাঈদ

৬. ষাট গম্বুজ মসজিদটির গম্বুজের সংখ্যা-
ক) ৭টি খ) ৭৭টি
গ) ৮১টি ঘ) ৬০টি

৭. লালবাগ কেল্লা কে নির্মাণ করেন?
ক) ঈশা খাঁ খ) ইসলাম খান গ) মীর জুমলা ঘ) শায়েস্তা খান

৮. ‘প্রাচীন’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) নতুন খ) নবীন
গ) অর্বাচীন ঘ) কোনোটিই নয়

৯. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ক) ভোলা খ) সাতক্ষীরা
গ) সন্দ্বীপ ঘ) সুন্দরবন

১০. সামাজিক নেটওয়ার্ক সাইট-
ক) সুপারবাগ খ) টুইটার
গ) গুগল ঘ) ফ্রিকার

১১. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-
ক) গারো খ) মনিপুরি গ) সাঁওতাল ঘ) রোহিঙ্গা

১২. কুষ্টিয়ার প্রাচীন নাম-
ক) বাকলা খ) বাখরগঞ্জ
গ) নদীয়া ঘ) সুবর্ণগ্রাম

১৩. ইউরিয়া সারের কাঁচামাল-
ক) অপরিশোধিত তেল খ) ক্লিংকার গ) অ্যামোনিয়া ঘ) মিথেন গ্যাস

১৪. ‘বেহেস্ত’ কোন ভাষার শব্দ?
ক) বিদেশি খ) আরবি গ) ফারসি
ঘ) পর্তুগিজ

১৫. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ক) নুরুলদীনের সারাজীবন
খ) কীর্ত্তনখোলা
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ) কবর

১৬. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম কী?
ক) শিরিন সুলতানা
খ) নাজমুন আরা সুলতানা
গ) নাজমুন নাহার
ঘ) নাসরিন সুলতানা

১৭. কৈলাশটিলা গ্যাসফিল্ড কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট খ) কুমিল্লা
গ) রাজবাড়ী ঘ) ফরিদপুর

১৮. কোনটি প্রোটিন জাতীয় খাদ্য?
ক) মাংস খ) ভাত
গ) সবজি ঘ) ফল

১৯. সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ক) ট্যাকোমিটার খ) ফ্যাদোমিটার
গ) উজেমিটার ঘ) গ্যালভানোমিটার

২০. ‘আইন’ কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফার্সি
গ) বার্মিজ ঘ) পর্তুগিজ

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ক ২.গ. ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.খ ১১.ঘ ১২.গ ১৪.ঘ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.খ।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper