ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি : সৃজনশীল অংশে গুরুত্ব দাও

সুধীর বরণ মাঝি
🕐 ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহু নির্বাচনী অংশে মোট ৩০টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ করে

সৃজনশীল অংশ
১. উদ্দীপকটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, চিত্র ইত্যাদির মাধ্যমেও হতে পারে।
২. ইতিহাসভিত্তিক অধ্যায় (১ম ও ২য়) থেকে সৃজনশীল প্রশ্নের (প্রয়োগমূলক-গ) উত্তরে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাল, তারিখ সঠিকভাবে উল্লেখ করতে হবে।
প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ :
(প্রয়োগ ও উ. দক্ষতার জন্য)
১ম অধ্যায় : নব জাগরণ, নবাব সিরাজউদ্দৌলার পতন।
২য় অধ্যায় : ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের কার্যক্রম, মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা।
৩য় অধ্যায় : সাংস্কৃতায়ন, দৃশ্যশিল্প, সাহিত্যশিল্প, সংগীতশিল্প।
৪র্থ অধ্যায় : ঢাকার বাইরের প্রত্ননিদর্শন, জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ।
৫ম অধ্যায় : সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, ব্যক্তির সামাজিকীকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা।
ষষ্ঠ অধ্যায় : মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, রেমিট্যান্স।
৭ম অধ্যায় : বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, যভসরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ, স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলি।
৮ম অধ্যায় : বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব, দুর্যোগের ধারণা ও ধরন (ভূমিকম্প, খরা, নদীভাঙন) দুর্যোগ মোকাবেলায় করণীয়।
৯ম অধ্যায় : জনসংখ্যানীতি, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল।
১০ম অধ্যায় : কিশোর অপরাধের ধারণা ও কারণ, প্রভাব ও প্রতিরোধ, মাদকাসক্তির ধারণা ও কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা।
একাদশ অধ্যায় : সাঁওতাল, রাখাইন, গারো সাংগ্রাই উৎসব।
দ্বাদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের জীববৈচিত্র্য, পোশাকশিল্প, চামড়াশিল্প।
ত্রয়োদশ অধ্যায় : ইউনিসেফ, ইউনেসকো, ইউএনএফপিএ (জাতিসংঘ জনসংখ্যা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা)।

বহু নির্বাচনী অংশ
বহু নির্বাচনী অংশে মোট ৩০টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ করে।
বহু নির্বাচনী অংশে তিন ধরনের প্রশ্ন থাকে। ‘সাধারণ বহু নির্বাচনী’ অভিন্ন তথ্যভিত্তিক, বহুপদী সমাপ্তিসূচক।
বহু নির্বাচনী অংশে প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়। এ জন্য বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঠ্যবই ভালো করে পড়তে হবে।

শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper