ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আলিফ লায়লা
🕐 ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

শূন্যস্থান পূরণ :
১। গারো জনগোষ্ঠী প্রায় ৪৫০০ বছর পূর্বে-থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করে।
উত্তর : তিব্বত।

২। গারোদের নিজস্ব ভাষার নাম-।
উত্তর : আচিক বা গারো ভাষা।

৩। -আদি ধর্র্মের নাম সাংসারেক।
উত্তর : গারোদের।

৪। গারো সমাজ-।
উত্তর : মাতৃতান্ত্রিক।

৫। গারোদের ঐতিহ্যবাহী খাবার- দিয়ে তৈরি হয়।
উত্তর : বাঁশের কোড়ল।

৬। পূর্বে তারা নদীতীরে এক ধরনের বাড়ি তৈরি করতেন যা- নামে পরিচিত।
উত্তর : নকমান্দি।

৭। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম-।
উত্তর : দকবান্দা ও দকসারি।

৮। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম-।
উত্তর : ওয়ানগালা।

৯। তারা সূর্যদেবতা-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন।
উত্তর : সালজং।

১০। -সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল।
উত্তর : ১৮৭২।

১১। গারোদের হাতে ছিল শুধু-আর ইংরেজদের হাতে ছিল বন্দুক।
উত্তর : বল্লম।

১২। সে সময়কার দুজন গারো বীরযোদ্ধা-।
উত্তর : টগান নেং মিনজা ও সোনারাম সাংমা।

১৩। অতীতে সিলেটে- নামে একটি রাজ্য ছিল।
উত্তর : জয়ন্তা বা জৈন্তিয়া।

১৪। খাসিদের ভাষার নাম-।
উত্তর : মনখেমে।

১৫। খাসি জনগোষ্ঠী- করে জীবিকা নির্বাহ করেন। উত্তর : কৃষিকাজ।

১৬। খাসি মেয়েরা- নামক ব্লাউজ ও লুঙ্গি পরে।
উত্তর : কাজিম পিন।

১৭। খাসি ছেলেদের পকেট ছাড়া শার্ট ও লুঙ্গির নাম-।
উত্তর : ফুংগ মারুং।

১৮। খাসিদের প্রধান দেবতার নাম-।
উত্তর : উব্লাই নাং থউ।

১৯। -ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
উত্তর : ইউনেস্কো।

২০। -জনগোষ্ঠী মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে।
উত্তর : ম্রো।

প্রশ্ন : একটি দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দেশটি কোন দেশ এবং মন্ত্রণালয়গুলো কী কী?
উত্তর: বাংলাদেশ। মন্ত্রণালয়গুলো হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রশ্ন : ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়, যার গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার এবং যা তিন হাজার ৪৪৭ জনের প্রাণহানি ঘটায়। ঘূর্ণিঝড়টির নাম কী?
উত্তর : ঘূর্ণিঝড় সিডর।

প্রশ্ন : নদীভাঙনের একটি প্রাকৃতিক কারণ রয়েছে। সেটি কী?
উত্তর : বন্যা।

প্রশ্ন : নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো।
উত্তর : ক) নদী থেকে বালি উত্তোলন।
খ) নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা।

প্রশ্ন : খরার মানবসৃষ্ট দুটি কারণ লেখো।
উত্তর: ক) গাছ কেটে ফেলা।
খ) কল-কারখানার মাধ্যমে বায়ুদূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়।

সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper