ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

১. শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান ১৯৬৯ সালের কত তারিখে?
ক) ২২ ফেব্রুয়ারি খ) ২৩ ফেব্রুয়ারি
গ) ২৬ মার্চ ঘ) ৩০ এপ্রিল

২. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
ক) ২৮৫টি খ) ২৮৬টি
গ) ২৮৭টি ঘ) ২৮৮টি

৩. কত সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন?
ক) ১৯৬৮ সালে খ) ১৯৬৯ সালে
গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে

৪. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় কবে?
ক) ১৯৫৯ সালে
খ) ১৯৫৮ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৬২সালে

৫. পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক) ১৯৫৪ সালে খ) ১৯৬৫ সালে
গ) ১৯৭০ সালে ঘ) ১৯৫২ সালে

৬. গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে কিসের বিকাশ ঘটে?
ক) যুদ্ধ করার মানসিকতা
খ) জাতীয়তাবাদী রাজনৈতিক
গ) বাঙালির সাহসিকতা
ঘ) নতুন দেশ গঠনের চেতনা

৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মূল কারণ কী ছিল?
ক) ভাষার দাবি আদায় খ) বাংলার স্বায়ত্তশাসন
গ) দেশের স্বাধীনতা অর্জন
ঘ) যুক্তফ্রন্ট গঠন

৮. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি
ক) মাতৃভাষার স্বীকৃতি
খ) সংবিধান প্রতিষ্ঠা
গ) অর্থনৈতিক বৈষম্য হ্রাস
ঘ) জাতীয়তাবাদের বিকাশ

৯. পাকিস্তান আমলে কত সালে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক) ১৯৬৯ সালে খ) ১৯৭০ সালে
গ) ১৯৭১ সালে ঘ) ১৯৮০ সালে

১০. সর্বপ্রথম ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে’ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন তারিখে?
ক) ১৯৭০ সালের ৭ ডিসেম্বর
খ) ১৯৫৪ সালের ৭ ডিসেম্বর

১১. পাকিস্তানে দ্বিতীয় সামরিক শাসন জারি করা হয় কবে?
ক) ১৯৫৯ সালে
খ) ১৯৫৮ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৬২ সালে

১২. ১৯৭০ সালের নির্বাচন মোট ভোটার ছিল কত জন?
ক) ৫ কোটি ৫০ লাখ
খ) ৫ কোটি ৬৪ লাখ
গ) ৫ কেটি ৭০ লাখ
ঘ) ৫ কোটি ৮০ লাখ

১৩. জেল হত্যা দিবস পালিত হয় কবে?
ক) ৩ নভেম্বর খ) ৫ জুন
গ) ১৫ আগষ্ট ঘ) ২৫ মার্চ

১৪. ১৯৬৯ সালে উঅঈ কয়টি দল মিলে গঠিত হয়?
ক) ৮ টি খ) ৫ টি
গ) ৩ টি ঘ) ৪ টি

১৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি দল মিলে গঠিত হয়?
ক) ৮ টি খ) ৫ টি
গ) ৩ টি ঘ) ৪ টি

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১খ, ২ঘ, ৩খ, ৪খ, ৫গ, ৬খ, ৭খ, ৮ঘ, ৯খ, ১০ক, ১১ঘ, ১২খ, ১৩ক, ১৪ক, ১৫ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper