গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর
হ মারুফ হাসান প্রভাষক
🕐 ২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: ই-মেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর : ই-মেইল পাঠাতে হলে ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার থেকে ওয়েবব্রাউজার চালু করে ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঠিকানা প্রবেশ করতে হবে। এ ক্ষেত্রে ইয়াহু মেইল ব্যবহার করে কিভাবে একটি ই-মেইল পাঠানো যায় তার প্রক্রিয়া উল্লেখ করা হলো।
(১) প্রথমে ব্রাউজার চালু করে ইয়াহু সাইটে ‘গধরষ’ লেখা জায়গায় ক্লিক করতে হবে।
(২) প্রেরকের ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে ‘ঝরমহ ওহ’-এ ক্লিক করতে হবে।
(৩) মূল মেইল পেজটি চলে এলে ‘ঈড়সঢ়ড়ংব’ লেখা জায়গায় মাউস দিয়ে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে।
(৪) এখন ঞড়-এর পাশে বন্ধুর ই-মেইল ঠিকানা ও ঝঁনলবপঃ-এ কিছু লিখতে হবে। নিচের সাদা জায়গায় চিঠিটি লিখতে হবে।
(৫) এখন ঝবহফ-এ ক্লিক করে ই-মেইলটি পাঠিয়ে দিতে হবে।
প্রশ্ন : দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর : দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকে। সব সমস্যা সমাধানে ইন্টারনেট এখন কার্যকর ভূমিকা রাখতে পারে। নিচে দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করা হলো :
(১) শিক্ষার সব তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে পাই।
(২) ঘরে বসে চিকিৎসা নিতে পারি।
(৩) ই-মেইল পাঠাতে পারি।
(৪) বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্স করতে পারি।
(৫) গবেষণামূলক কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়।
(৬) বিনোদনে ইন্টারনেট ব্যবহার করা যায়।
(৭) ঘরে বসে পয়সা রোজগার করা যায়।
(৮) মার্কেটে না গিয়েও ঘরে বসেই আমরা অনলাইন শপিং করতে পারি।
(৯) সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা আমরা ইন্টারনেটে সারা বিশ্বের সঙ্গে শেয়ার করতে পারি।
এভাবেই আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: ই-মেইলের সঙ্গে কিভাবে যেকোনো ছবি বা পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট দিয়ে পাঠানো যায়?
উত্তর : ই-মেইলের সঙ্গে যেকোনো ছবি বা পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট দিয়ে পাঠানোর কাজটি একেবারেই সহজ। এ ক্ষেত্রে প্রক্রিয়াটি নিচে উল্লেখ করা হলো :
(১) প্রথমে ব্রাউজার চালু করে ইয়াহু সাইটে ‘গধরষ’ লেখা জায়গায় ক্লিক করতে হবে।
(২) প্রেরকের ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে ‘ঝরমহ ওহ’-এ ক্লিক করতে হবে।
(৩) মূল মেইল পেজটি চলে এলে ‘ঈড়সঢ়ড়ংব লেখা জায়গায় মাউস দিয়ে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে।
(৪) এখন ঞড়-এর পাশে বন্ধুর ই-মেইল ঠিকানা ও ঝঁনলবপঃ-এ কিছু লিখতে হবে। নিচের সাদা জায়গায় চিঠিটি লিখতে হবে।
(৫) এখন ঝবহফ বাটনের পাশে অ্যাটাচমেন্ট আইকনটিতে ক্লিক করতে হবে।
(৬) অ্যাটাচমেন্ট ফাইলটি পছন্দ করার একটি উইন্ডো চলে আসবে।
(৭) ফাইলটি যে জায়গায় আছে তা নির্বাচন করতে হবে। এর পর ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটি ই-মেইলের সঙ্গে যুক্ত হবে।
(৮) ফাইলটি অ্যাটাচ হওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করে ই-মেইলটি পাঠিয়ে দিতে হবে।
মাইলস্টোন কলেজ, ঢাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
