ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি : গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি
🕐 ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৮

১। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতটি ইতিহাসে স্মরণীয়-
(i) পাকিস্তানিদের হটিয়ে দেওয়ার জন্য (ii) বহু বাঙালিকে নির্বিচারে হত্যার জন্য (iii) বাঙালির ওপর পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য।
নিচের কোনটি সঠিক
(ক) ii ও iii (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii।    

২। ১৯৭১ সালের ৭ই মার্চ আওয়মী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল?                        
(ক) কোর্ট-কাচারি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার জন্য (খ) পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য
(গ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য                          
(ঘ) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য

৩। অপারেশন সার্চলাইট অনুযায়ী হানাদার সৈন্যদের প্রাথমিক দায়িত্ব ছিল-
(i) ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণ করা (ii) বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা (iii) টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও-টেলিভিশন নিয়ন্ত্রণ করা
(ক) i ও iii (খ) iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii                                                                                                 
৪। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’- বঙ্গবন্ধুর এ উক্তিটির মাধ্যমে ফুটে উঠেছে-
(i) বাংলার জনগণের মুক্তির ডাক (ii) পাকিস্তানিদের শাসন-শোষণকে জোরদার করার ডাক (iii) বাংলার স্বাধীনতা অর্জনের আহ্বান
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii (গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৫। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে?
(ক) প্রেরণা (খ) স্বাধীন ইচ্ছা
(গ) দাবি (ঘ) সাহস

৬। বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করেন?
(ক) ২৫ মার্চ ১৯৭১ (খ) ২৬ মার্চ ১৯৭১  (গ) ৭ এপ্রিল ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল ১৯৭১

৭। অসহযোগ আন্দোলনকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায় বলা হয়। এর সঠিক কারণ-
(i) জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ (ii) স্বাধীনতার চেতনার উন্মেষ (iii) পাকিস্তানি শাসকদের শোষণের তীব্র প্রতিবাদ।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii ও iii (গ) i ও ii
(ঘ) i, ii ও iii                                                                                                                
৮। ঢাকার বাইরে আপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে?
(ক) টিক্কা খান (খ) জুলফিকার আলী ভুট্টো (গ) ইয়াইয়া খান
(ঘ) খাদিম  হোসেন রাজা

৯। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন-
(ক) তাজউদ্দিন আহমদ
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) অধ্যাপক ইউসুফ আলী

১০। কখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়?
(ক) ৩ মার্চ ১৯৭১ (খ) ১০ মার্চ ১৯৭১ (গ) ১৩ মার্চ ১৯৭১
(ঘ) ১৭ মার্চ ১৯৭১  

১১। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যথাযথ কারণ হলো-
(i) সামরিক অফিসারদের চাপ (ii) ইয়াইয়ার ষড়যন্ত্র (iii) ১৯৭০-এর নির্বাচন পরবর্তী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii ও iii (গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১২। যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের ওপর বিমান হামলা চালায় কত তারিখে?
(ক) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর
(খ) ১৯৭১ সালের ১০ ডিসেম্বর
(গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর
(ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

১৩। বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছেনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি?
(ক) ভাষা আন্দোলন
(খ) ১৯৫৪ সালের নির্বাচন
(গ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(ঘ) ১৯৭০ সালের নির্বাচন

১৪। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে কী বলা হয়?
(ক) বাঙালির মুক্তির সনদ
(খ) নির্বাচনী প্রচারণা
(গ) সার্বভৌমত্ব লাভ
(ঘ) গণহত্যার কারণ


শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর : ১(ক), ২(ঘ), ৩(ঘ), ৪(গ), ৫(ক), ৬(খ),৭(ঘ), ৮(ঘ), ৯(খ), ১০(ক), ১১(খ), ১২(গ), ১৩(ঘ), ১৪(ক)।     

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper