ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডায়াবেটিসের দ্রুত বিস্তার

সবার সচেতনতা কাম্য

সম্পাদকীয়-২
🕐 ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে, যা রীতিমতো উদ্বেগজনক। শরীরে ইনসুলিনের অভাব ঘটলে এ রোগ শুধু মধ্য বয়স্কদের মধ্যে নয় বরং সব বয়সীদের মধ্যেই ছড়িয়ে পড়ছে।

পত্রিকায় প্রকাশ, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লাখ। একজন রোগীর যদি প্রতি মাসে গড়ে দুই হাজার টাকা খরচ হয়, তাহলে ডায়াবেটিসের চিকিৎসা বাবদ প্রতি মাসে খরচ হচ্ছে ১৪ শত কোটি টাকা এবং বছরে ১৬ হাজার ৮০০ কোটি টাকা। বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং চিকিৎসক অধ্যাপক রশিদ-ই-মাহবুব বলেন, সচেতনতার মাধ্যমে যদি ডায়াবেটিসের বিস্তার কমানো সম্ভব না হয়, তাহলে এ রোগের জন্য আগামী ১৫-২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হবে। চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস অন্য আরও নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। ফলে চিকিৎসা ব্যয় বাড়তেই থাকে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বলছে, শারীরিক পরিশ্রম এবং খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন না হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় দুর্যোগ নিয়ে আসছে ডায়াবেটিস। এ রোগের চিকিৎসা নিতে মানুষের আর্থিক চাপ যেমন বাড়ছে তেমনি মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে। যেটি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

যারা ডায়াবেটিসের চিকিৎসা নেন তাদের মধ্যে শতকরা ৭২ ভাগ ট্যাবলেট খান এবং ১৭ ভাগ ইনসুলিন নেন। বাকি ১১ শতাংশের দুটোই প্রয়োজন। অধ্যাপক রশিদ-ই-মাহবুব বলেন, সব ডায়াবেটিস রোগীকে ট্যাবলেট খেতেই হয়। যেহেতু এর সঙ্গে অন্য রোগ থাকে, এ ধরনের রোগী কোনোমতেই প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকার নিচে চলতে পারবেন না। অতীতের ধারাবাহিকতায় এ রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ মোটেও কমেনি, বরং বেড়েছে। এভাবে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দেশের মানুষের কর্মক্ষমতা কমে যাওয়া আমাদের কাছে মোটেও প্রত্যাশিত না। তাই সুস্থ থাকার জন্য আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper