ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে হত্যা বন্ধ হোক

সম্পাদকীয়-২
🕐 ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

সীমান্তে হত্যা এখনো বন্ধ হয়নি, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা অতীতের মতো এখনো অব্যাহত রয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পেরহাট এলাকার পসির উদ্দিনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর মরদেহ ফেরত চেয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের আবেদন জানানো হয়েছে।

এমন ঘটনা অপ্রত্যাশিত, কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে বিএসএফ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করতে পারে। সীমান্তে এটাই আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম। কিন্তু বিএসএফ নিয়মিতভাবে আমাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের হত্যা করছে। এ অবস্থার অবসান দরকার, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিবেশী দেশ ভারতের কাছে আমরা সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক ব্যবহার প্রত্যাশা করি। সীমান্তের নিরাপত্তায় তারা অবশ্যই কঠোর হবেন, কিন্তু কঠোরতার ফল হিসেবে যদি কোনো রকম যোগাযোগ ছাড়াই সীমান্তে বাংলাদেশিদের লাশ দেখতে হয়; তা মোটেও কাম্য নয়। আমরা আশা করব, সরকার অবশ্যই যথাযথ কূটনৈতিক তৎপরতা নিশ্চিত করার মাধ্যমে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper