ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচনী আমেজে দেশ

সুষ্ঠু পরিবেশ কাম্য

সম্পাদকীয়-১
🕐 ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। সমমনা দলগুলো বাঁধছে জোট আর বড় দলগুলোর কাছ থেকে দরকষাকষির মাধ্যমে আদায় করে নিতে চাইছে নির্বাচনী আসনের জোটগত মনোনয়ন। আবার এভাবে নির্বাচনী জোট গড়ার খেলায় ভাঙন ধরছে ছোট রাজনৈতিক দলগুলোতে।

সরকারি দল আবারও ক্ষমতায় আসার জন্য নির্বাচনী ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলগুলোও ক্ষমতায় আসার জন্য একক ও জোটগতভাবে লড়াই করার আভাস দিচ্ছে। নির্বাচনী লড়াইয়ে শক্তির আভাস দিচ্ছে সরকারের শরিক দলগুলোও।

খোলা কাগজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আক্ষরিক অর্থেই নির্বাচনী ট্রেনে চলতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ৮ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে ট্রেন সফরের মধ্য দিয়ে তারা নির্বাচনী ট্রেনযাত্রা শুরু করে। এরপর ২২ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলে সড়কপথে ‘নির্বাচনী যাত্রা’ কর্মসূচি পালন করে দলটি। চলতি মাসের প্রথম সপ্তাহে সারা দেশে তারা পালন করেছে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি।

এদিকে সম্প্রতি যাত্রা শুরু করা জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে বলা হয়েছে, সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুললেও আন্দোলন-কর্মসূচি, নেতৃত্ব ও সরকার পদ্ধতি কী হবে তা নিয়ে নানা প্রশ্নের মুখে রয়েছে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ জোট আদৌ অংশগ্রহণ করবে কি না, তাদের নির্বাচনী ইশতেহার কি হবে এমন প্রশ্নও সামনে চলে আসছে। তবে জোটের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ড. কামাল হোসেন স্পষ্ট বলেছেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এ জোট। কিন্তু নির্বাচনের পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই তারা নির্বাচনে যেতে চান। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে ২৫ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও এমন অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে জোট নেতাদের। বৈঠক সূত্র জানায়, সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কূটনীতিকদের সব প্রশ্নের জবাব দিয়েছেন। কিন্তু ঐক্যফ্রন্টের ব্যাপারে আগ্রহী রাজনৈতিক সচেতন মহলের কাছে এখনো অনেক প্রশ্নের জবাব মেলেনি বলে দাবি অনেকের।

এভাবেই নির্বাচনী লড়াইয়ের পূর্বপ্রস্তুতি বেশ জমে উঠেছে। তা ছাড়া নির্বাচন কমিশনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করছে। আগামী মাসেই নির্বাচনের তফসিল ঘোষণার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় আমরা সে প্রত্যাশাই করি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper