ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইয়ুব বাচ্চুর প্রস্থান

এক কিংবদন্তির বিদায়

সম্পাদকীয়-১
🕐 ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

দেশের সংগীত জগতে যিনি এককভাবে নিজস্ব জগৎ তৈরি করেছিলেন। সুরের মূর্ছনায় যার কণ্ঠের আবেশে মুগ্ধ তন্ময়ে বেড়ে উঠেছে কয়েক প্রজন্ম। সে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু এক অপরিসীম শূন্যতা সৃষ্টি করে চলে গেলেন। তার এ মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে সর্বত্রই এক হাহাকারের জন্ম হয়েছে।

অসংখ্য গান আর সুরের মহান এ শিল্পী তার অবস্থানে অনন্য ছিলেন। জীবিত অবস্থায় তার জনপ্রিয়তার ধারেকাছেও কেউ যেতে পারেননি। দেশের ব্যান্ড সংগীতের ধারায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী প্রবাদ পুরুষ। তার মৃত্যুতে আমাদের সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আইয়ুব বাচ্চু তার রুপালি গিটার ফেলে চলে গেছেন বহুদূরে। না ফেরার দেশে। তার প্রয়াণে কাঁদছে তারুণ্য, কাঁদছে দেশ। কাঁদছে তার রুপালি গিটারও। মানুষের অধরে হাসি ফোটাতে ক্লান্তিহীন তিনি গেয়ে গেছেন টানা চার দশক। ভ্রমণ করেছেন সুর থেকে সুরে। তার প্রয়াণে কারও অশ্রুই গোপন থাকেনি।

ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। বাংলাদেশের ব্যান্ড সংগীত যে কজন মানুষের হাত ধরে জনপ্রিয় হয়ে উঠেছে আইয়ুব বাচ্চু তাদের মধ্যে প্রধানতম। তিনি ছিলেন বাংলার তুমুল জনপ্রিয় রকতারকা। টানা চার দশক ধরে নিজের সংগীত ও সুর-মূর্ছনায় মাতিয়ে রেখেছেন তরুণদের। তার অনবদ্য ও অভাবিত গিটার বাদন তাকে এনে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। টানা তিন দশকে হৃদয় ও রক্তস্পর্শী তার কথা ও সুরের উন্মাদনায় ভেসেছে প্রজন্মের পর প্রজন্ম। তিনি তার গিটারে কেবল রক বা ব্যান্ডের সুরই তোলেননি, তুলেছেন আধুনিক ও লোক সুরও। মুক্তমঞ্চ পরিবেশনায় আইয়ুব বাচ্চুর জুড়ি এখনো খুঁজে পান না সংগীতবোদ্ধারা। এখনো আইয়ুব বাচ্চুর সুর ও গায়কীর শরণ নেয় তরুণ প্রজন্ম। কারণ তারুণ্যের উন্মাদনা, প্রেম-বিরহ, স্বপ্ন-সম্ভাবনা সবকিছুকে নিয়েই আইয়ুব বাচ্চু লিখতেন আর গাইতেন। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘এ রুপালি গিটার ফেলে’, ‘ফেরারি এই মনটা আমার,’ ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘বাংলাদেশ’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনে’-এরকম বহু জনপ্রিয় গান বহুকাল টিকে থাকবে তার শ্রোতাদের হৃদয়ে।

আইয়ুব বাচ্চুর মতো গুণী শিল্পীর শূন্যস্থান পূরণ হওয়া অনেক কঠিন। আমরা সর্বশক্তিমানের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper