ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উৎসবে প্রচারণা

ধর্মকে মেনেই হোক

সম্পাদকীয়-১
🕐 ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে তা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশ নানাভাবে ভোটের হাওয়ায় মজে রয়েছে। এর মাঝেই চিরায়ত উৎসবের দেশে শারদীয় দুর্গাপূজা চলছে। পাঁচ দিনের এ উৎসবের আজ দশমী। তো এমন মোক্ষম সময় হাতছাড়া করবেন কেন প্রার্থীরা। ধর্ম যার যার উৎসব সবার এমন মন্ত্রে তারা ভিন্ন উৎসব করছেন। এ সুখের। তবে সর্বাগ্রে খেয়াল রাখতে হবে প্রার্থীদের উৎসবে মূল উৎসবে যেন টান না পড়ে। তা ভালোই মনে রেখেছেন প্রার্থীরা। ফলে তারা নিজ এলাকায় এ উৎসবে সহায়ক হচ্ছেন। প্রত্যেকে মন খুলে উৎসবে অর্থায়ন করছেন। সামগ্রিক কাজটি সুষ্ঠু সম্পাদনে সহায়ক হচ্ছেন। সবকিছুতে ভোটের একটি আহ্বান থাকছেই।

এ থাকবেই। কথাও থাকবে। শেষ পর্যন্ত প্রার্থীরা উৎসবটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সফল ভূমিকা রাখবেন। এমনটা হচ্ছে এবং হবে এমন প্রত্যাশার মাঝে কিছু অভিব্যক্তি পাওয়া যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বৈশিষ্ট্য হলো, একই বৃত্তে দুটি ফুলের মতো হিন্দু-মুসলমান। এর আগে গত সোমবার দুর্গোৎসবের মহাষষ্ঠীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী দেশ-বিদেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এ দেশকে আমরা সবাই একসঙ্গে গড়ে তুলতে চাই। বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধিশালী হোক, দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আমি এটুকু বলতে পারি, আমি বাবা, মা, ভাই-সব হারিয়েছি এবং আমরা দুটি বোন বেঁচে আছি। আমাদের জীবনের একটাই লক্ষ্য এ দেশটাকে আমরা গড়ে তুলব। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না।’ এ সময় ঢাকেশ্বরী মন্দিরকে দেড় বিঘা জমি দেন প্রধানমন্ত্রী।

অবশ্যই ধর্ম বাদ দিয়ে উৎসবে সবার সহযোগিতা থাকবে। এমনি করে সৌহার্দ্যরে বাংলাদেশ এগোবে। আমরা হব সেরা, বিশ্ব মানচিত্রে। নানা উপমায় বিশ্ব বাংলাদেশকে হিসেবে আনবে। তা অনেক ক্ষেত্রে। এমন ক্ষেত্রে আসবে উৎসবের কথা। সব সুখ নিয়ে হবে উৎসব। হবে ভোটের উৎসবও। এভাবেই নানা সূচকে আমাদের অগ্রগতি হবে। এক একজন বাঙালি বিশ্বে ছড়িয়ে বাংলার গান গাইবে। যদি আর একটু এগোনো যায় এভাবে। আমরা এও চাইব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে এক একজন সংসদ সদস্য আসবেন যারা অতীতের সব ধারণা পাল্টে দেবেন। তারা হবেন বাঙালির সব উচ্ছ্বাস বাস্তবে রূপদানের এক একটি ভোট। তারা ভোটারের মর্যাদা রাখবেন। এসব নিয়েই হোক উৎসব। সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। দুর্গা যে দুর্গতিনাশিনী।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper